‘মসুলে ২৮৪ জনকে হত্যা করেছে আইএস’
ইরাকের মসুলে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা ধরপাকড় করে ২৮৪ জনকে হত্যা করেছে। এদের মধ্যে শিশু-কিশোর রয়েছে। ইরাকের গোয়েন্দা সূত্র বিষয়টি জানিয়েছে।
গত বৃহস্পতি ও শুক্রবার যারা নিহত হয়েছে, তাদের মানবঢাল হিসেবে ব্যবহার করেছে আইএস।
এদিকে, ইরাকের সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী মসুলকে আইএস থেকে মুক্ত করতে হামলা চালাচ্ছে। এরই মধ্যে তারা শহরটির কাছাকাছি অবস্থানে চলে গেছে।
মসুলের উত্তরাঞ্চলে বিধ্বস্ত কৃষি কলেজে নিহতদের গণকবর দিয়েছে আইএস। সবাইকে গুলি করে হত্যা করা হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার ইরাকের এরবিল শহরে পৌঁছেছেন। পরিকল্পনা অনুযায়ী মসুলে হামলা চালানো হচ্ছে বলে তিনি জানান।
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি বলেন, যুদ্ধে তুরস্কের কোনো সহযোগিতা দরকার নেই।