ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪০
ইরাকে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। এ ছাড়া কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার ইরাকের আনবার প্রদেশের ফালুজাহ জেলা শহর থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত আমিরিয়াত আল-ফালুজাহ শহরে এ হামলা হয়।
পুলিশ জানিয়েছে, গতকাল আমিরিয়াত আল-ফালুজাহ শহরে এক পুলিশ কর্মকর্তার বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানে একটি গাড়িতে বোমার বিস্ফোরণ হলে এই হতাহতের ঘটনা ঘটে।
এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশের অনুমান, ইসলামিক স্টেট (আইএস) এ হামলায় জড়িত।
সরকারপন্থী সুন্নি আদিবাসী যোদ্ধারাই মূলত আমিরিয়াত আল ফালুজা শহরের বাসিন্দা। তারা আইএসের বিরুদ্ধে দুই বছর ধরে যুদ্ধ করে আসছে। শহরটিতে বিভিন্ন সময়ে আইএসের আক্রমণও প্রতিহত করেছে তারা।