সাপের পেটে গেল আস্ত ক্যাঙ্গারু!

অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ডের একটি গলফ মাঠে খেলায় মেতে ছিল সবাই। হঠাৎ তাদের চোখে পড়ল আজব এক ঘটনা। মাঠেই সবার সামনে আস্ত একটি ওয়ালাবিকে গিলে ফেলল অস্ট্রেলিয়ার সবচেয়ে ভয়ংকর শিকারী হিসেবে খ্যাত এক স্ক্রাব অজগর।
গত সপ্তাহে উত্তর কুইন্সল্যান্ডের প্যারাডাইস পামস গলফ কোর্সে এ ঘটনা ঘটে।
ওয়ালাবি ক্যাঙ্গারু পরিবারেরই সদস্য। কিন্তু সাধারণ ক্যাঙ্গারুর চেয়ে আকারে ছোট এটি।
রবার্ট উইলিয়াম নামে গলফ কোর্সের এক সদস্য বলেন, ‘সবাই অবাক হয়ে গিয়েছিল। সরাচর এমনটি ঘটে না।’
‘আমি মাত্র পাঁচ মিনিট সেখানে ছিলাম। পরে শুনলাম সাপটি ঠিকই সেটিকে গিলতে পেরেছিল। পরে শুকনো নালার মধ্যে ফিরে গিয়েছিল।’
এ বিষয়ে সিডনি বিশ্ববিদ্যালয়ের এক জীববিজ্ঞানী বলেন, ‘স্ক্রাব অজগর অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শিকারী হওয়া সত্ত্বেও সাধারণত এটি ওয়ালাবি শিকার করে না।’
‘এটি মানুষের জন্য তেমন কোনো হুমকি নয়। কারণ এটি মানুষকে শিকার হিসেবে দেখে না। তবে তাদের ধারালো দাঁত থেকে দূরুত্ব বজায় রাখতে হবে। কামড় খেতে তো আর কারো ভালো লাগে না।’
তবে এত কিছুর পরও বেশ খুশি গলফ কোর্সের ব্যবস্থাপক। তিনি জানান, অজগরের ক্যাঙ্গারু ভক্ষণও গলফ খেলার কোনো ক্ষতিই করেনি।