লেবাননে ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি হিজবুল্লার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/06/26/ddron-thaamb.jpg)
ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে লেবাননের শিয়াপন্থী মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহ। তারা বলছে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল সীমান্তবর্তী এলাকায় ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। আজ সোমবার (২৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।
আজ এক বিবৃতিতে ইরান সমর্থিত গ্রুপটি বলছে, ‘দক্ষিণ লেবাননের জিবকিন শহরের আকাশসীমায় প্রবেশ করেছিল ইসরায়েলি ড্রোন।’ তবে, এর বাইরে আর কোনো তথ্য জানায়নি হিজবুল্লাহ।
এদিকে, লেবানন ভূখণ্ডে একটি ড্রোন ভূপাতিত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী বলছে, ‘রুটিন কার্যকলাপের সময় লেবাননের ভূখণ্ডে একটি ড্রোন পড়েছে। তবে, এতে ড্রোনটির সংগ্রহ কর ডেটার কোনো ক্ষতি হয়নি।’
লেবানন ও ইসরায়েল সীমান্তে উত্তেজনার মধ্যেই এই খবর এলো। চলতি মাসের শুরুর দিকে সীমান্তে বিক্ষোভ করা লেবাননবাসীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। এতে করে বেশ কয়েকজন বিক্ষোভকারী ও লেবাননের সৈন্য আহত হন। শ্বাস-প্রশ্বাসের সমস্যায় পড়েছিলেন আহতরা। এই বিক্ষোভ হয়েছে কাফার চৌহবা পাহাড়ে। বৈরুতের দাবি, এই পাহাড়ি এলাকা তাদের ও ইসরায়েল এটি দখল করে রেখেছে।
এদিকে, চলতি মাসের শুরুর দিকে ইসরায়েলের গণমাধ্যমগুলো জানিয়েছে, তাদের ভূখণ্ডে দুটি তাঁবু করে থাকছে হিজবুল্লাহ। তবে, এ নিয়ে কোনো মন্তব্য করেনি ইরান সমর্থিত গোষ্ঠীটি।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2023/06/26/ddron-in.jpg)
২০০৬ সালে লেবাননে দীর্ঘ এক মাসব্যাপী ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত ছিল হিজবুল্লাহ। সেই সংঘর্ষ থামার পর বেশ কয়েকবার ইসরায়েলের ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তারা। একই দাবি বহুবার করেছে ইসরায়েলও।