যুদ্ধবিরতির আলোচনা থমকে যাওয়ায় গাজায় ত্রাণের জন্য আলোচনায় সমুদ্রপথ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/03/09/yuddhbirtir_aalocnaa_thmke_yaaoyaay_gaajaay_traanner_jny_aalocnaayy_smudrpth.jpg)
অবরুদ্ধ গাজার ২৩ লাখ মানুষের মধ্যে খাদ্য সংকট ছড়িয়ে পড়ায় উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইউরোপ একটি সমুদ্রপথ খুলে দিতে চাইছে, যা গাজায় মানবিক ত্রাণ পৌঁছে দেবে।
তবে ত্রাণ কর্মকর্তারা বলছেন, স্থলপথে ট্রাক পাঠানোর চেয়ে জাহাজ বা সাম্প্রতিক এয়ারড্রপের মাধ্যমে সরবরাহ অনেক বেশি ব্যয়বহুল এবং অপর্যাপ্ত।
ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার গাজায় এয়ারড্রপ কার্যক্রমে বিপর্যয় ঘটে তা নিচে থাকা মানুষদের আঘাত করে এবং বাড়িঘরের উপর পড়ে। এতে পাঁচ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন।
পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি সামরিক অভিযানের পর গাজার বেশির ভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
জাতিসংঘ বলছে, দেশটির এক-চতুর্থাংশ মানুষ অনাহারের মুখোমুখি। গাজার উত্তরাঞ্চলে এখনো বসবাসরত আনুমানিক তিন লাখ মানুষের অনেকেই বেঁচে থাকার তাগিদে পশুখাদ্যে নির্ভর করছে। তবে তা-ও কমে আসছে।