টাকা নিয়ে ধস্তাধস্তি, প্রাণ গেল ভিক্ষুকের
হোটেলের নিচে ধস্তাধস্তি। এরপর প্রাণ গেল এক অন্ধ ভিক্ষুকের। ঘটনাটি আজ শনিবারের (১৬ মার্চ)। ঘটেছে ভারতের কলকাতার নিউ মার্কেটে। দেশটির পুলিশ বলছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। লালবাজারের হোমিসাইড শাখার তদন্তকারীরা এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ সূত্র বলছে, মৃতের নাম শেখ মুন্না। ৫০ বছরের মুন্না নিউ মার্কেট এলাকায় ভিক্ষা করতেন। শনিবার দুপুর ৩টা ৫০ মিনিটে স্থানীয় সূত্রে খবর পেয়ে নিউ মার্কেট থানার ওই হোটেলের কাছে যায় পুলিশ। সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, তার নাম মুন্না। স্থানীরা আরও জানায়, দুপুরে একজনের সঙ্গে কথা কাটাকাটি হয় মুন্নার। মারামারিও হয়। তার পর মুন্না জ্ঞান হারালে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ মরদেহ উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠিয়েছে। আগামীকাল রোববার ময়নাতদন্ত হবে। এ ঘটনায় প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ চলছে। যদিও থানায় এখনও কেউ অভিযোগ জানায়নি।