অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত ১০
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/08/28/pshcim_tiir_thaamb.jpg)
অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলের কয়েকটি শহরে ইসরায়েলি অভিযান ও হামলায় কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। রেড ক্রিসেন্টের একজন মুখপাত্র আজ বুধবার (২৮ আগস্ট) এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।
রেড ক্রিসেন্টের মুখপাত্র আহমেদ জিবরিল জানান, ইসরায়েলি হামলায় জেনিন শহরে দুই ফিলিস্তিনি, এর পার্শ্ববর্তী একটি গ্রামে চারজন এবং তুবাস শহরের শরণার্থী শিবিরে আরও চারজন নিহত হয়েছে। এ ছাড়া আরও ১৫ জন আহত হয়েছে বলেও জানান তিনি।
ইসরায়েলি সেনাবাহিনী আজ বুধবার ভোরে জানায়, পশ্চিম তীরের উত্তরে জেনিন ও তুলকার্ম শহরে সন্ত্রাস রুখতে এই সামরিক অভিযান চালানো হয়েছে। ইসরায়েল পশ্চিম তীরে বিমান হামলা চালানোর দুদিন পরে এই হামলা চালানো হলো। ওই বিমান হামলায় পাঁচজন নিহতের খবর জানিয়েছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2024/08/28/pshcim_tiir_inaar.jpg)
গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ চলার পাশাপাশি পশ্চিম তীরেও হামলা করছে ইসরায়েল। গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি সৈন্যদের হামলায় সেখানে ৬৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময়ের মধ্যে ফিলিস্তিনিদের হামলায় ১৯ জন ইসরায়েলি নাগরিকও নিহত হয়েছে।