লেবাননের শতাধিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের বিমান হামলা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/09/20/lebaann_haamlaa_thaamb.jpg)
লেবাননজুড়ে শতাধিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহ মিলিশিয়াদের যোগাযোগ ডিভাইসে বিস্ফোরণ ঘটিয়ে অভূতপূর্ব হামলায় হতাহতের ঘটনার প্রতিশোধ নেওয়া হবে, সশস্ত্র গোষ্ঠীটির প্রধান হাসান নসরুল্লাহর এমন ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই দেশটিতে বিমান হামলা চালাল ইসরায়েল। খবর এএফপির।
কয়েক হাজার পেজার ও রেডিও বিস্ফোরিত হয়ে ৩৭ জন নিহত ও তিন হাজারেরও বেশি সক্রিয় হিজবুল্লাহ সদস্যের আহত হওয়ার ঘটনায় লেবানন ইসরায়েলকে দায়ী করেছে। ইসরায়েল অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
যোগাযোগ ডিভাইসে বিস্ফোরণ ঘটিয়ে হামলার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ নেতা হাসান নসরুল্লাহ গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) টেলিভিশন ভাষণে বলেন, এই হামলার প্রতিশোধ নেওয়া হবে। এই হামলাকে ‘গণহত্যা ও যুদ্ধের’ নামান্তর হিসেবে অভিহিত করে তিনি ন্যায্য শাস্তি প্রদানের কথাও বলেন। তবে তার ভাষণ প্রচারের সময়েও রাজধানী বৈরুতের আকাশ ভারী হয়ে ওঠে ইসরায়েলি যুদ্ধবিমানের বিকট শব্দে।
এই ঘটনার ঘণ্টাখানেক পর ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তারা লেবাননে বিমান হামলা চালিয়ে ১০০টির বেশি রকেট লঞ্চারসহ হিজবুল্লাহর বিভিন্ন অবকাঠামো ধ্বংস করে দিয়েছে।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2024/09/20/lebaann_haamlaa_inaar.jpg)
লেবাননের রাষ্ট্র নিয়ন্ত্রিত জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে ৫২টিরও বেশি হামলা চালিয়েছে।
অন্যদিকে, হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের ১৭টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।