ক্যাপিটল হিলে চলছে ট্রাম্পের অভিষেকের প্রস্তুতি, বাইরে বিক্ষোভ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আগামীকাল সোমবার (২০ জানুয়ারি) শপথগ্রহণ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিল ভবনে। এ সময় বাইরে বিক্ষোভ করছেন হাজারো মানুষ। ২০১৭ সালের জানুয়ারিতে যখন তিনি প্রথমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন, তখনও বিক্ষোভ হয়েছিল।
আজ রোববার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে বিবিসি জানায়, ট্রাম্পের শপথ অনুষ্ঠানের প্রতিবাদ জানিয়ে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীদের অধিকাংশই নারী। ‘দ্য পিপলস মার্চ’ নামে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশটি আগে ‘উইমেনস মার্চ’ নামে পরিচিত ছিল। ‘ট্রাম্পিজম’ মোকাবিলার লক্ষ্যে কয়েকটি দলের জোট এই বিক্ষোভের আয়োজন করে। নিউইয়র্ক সিটিসহ আরও কয়েক জায়গায় ছোট ছোট বিক্ষোভ সমাবেশ হয়।
বিক্ষোভে অংশ নেওয়া এক নারী বিবিসিকে বলেন, তিনি গর্ভপাতের অধিকারের জন্য বিক্ষোভে এসেছেন।
আরেক বিক্ষোভকারী বলেন, এমন একজন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছে, যিনি ইতোমধ্যে একবার ব্যর্থ হয়েছেন।
ঠান্ডা আবহাওয়ার কারণে এবারের শপথগ্রহণ অনুষ্ঠান হতে যাচ্ছে ইউএস ক্যাপিটাল হিলের ভেতরে। ট্রাম্প বলেন, ‘খুব ঠান্ডা আবহাওয়ার কারণে আমি প্রার্থনা, অন্যদের বক্তৃতা এবং আমার শপথ ও অভিষেক ভাষণটি ইউএস ক্যাপিটল হিলের হলরুমে আয়োজনের নির্দেশ দিয়েছি, যেমনটি ১৯৮৫ সালে রোনাল্ড রিগ্যান করেছিলেন।’