প্রথম দিনেই রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে স্বাক্ষরের প্রতিশ্রুতি ট্রাম্পের
হোয়াইট হাউসে ফেরার আগে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম দিনেই একগুচ্ছ নির্বাহী আদেশে স্বাক্ষরের প্রতিশ্রুতি দিয়েছেন। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, শপথ গ্রহণের পরের কয়েক ঘণ্টার মধ্যে তিনি "ঐতিহাসিক গতি এবং শক্তি" নিয়ে এগিয়ে যাবেন।
ওয়াশিংটন ডিসির একটি মঞ্চে "বিজয় সমাবেশ" উপলক্ষে হাজার হাজার জনতার উদ্দেশে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প পরবর্তী চার বছরের একটি রূপরেখা উপস্থাপন করেন এবং ডেমোক্র্যাটদের বিরুদ্ধে নির্বাচনি বিজয় উদযাপন করেন।
ট্রাম্প বিভিন্ন বিষয়ে একতরফা পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেছেন, প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করে তিনি গণ-নির্বাসন অভিযান শুরু করবেন, পরিবেশগত বিধিমালা কমাবেন এবং ডাইভারসিটি কর্মসূচি বন্ধ করবেন।
"আমরা আমেরিকাকে প্রথমে রাখি এবং আগামীকাল থেকে সবকিছু শুরু হবে," অনুষ্ঠানে জনতার উদ্দেশ্যে তিনি আরও বলেন, "আগামীকাল টেলিভিশন দেখে আপনারা অনেক মজা পাবেন।"
আজ সোমবার (২০ জানুয়ারি) ট্রাম্প ২০০টিরও বেশি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে থাকবে নির্বাহী আদেশ, যা আইনত বাধ্যতামূলক এবং অন্যান্য প্রেসিডেন্টের নির্দেশাবলী।
নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, "শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই বাইডেন প্রশাসনের প্রতিটি উগ্র এবং অবিচক্ষণ নির্বাহী আদেশ বাতিল করা হবে।"
ট্রাম্প এমন সব নির্বাহী আদেশের প্রতিশ্রুতি দিয়েছেন যা কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মসূচি জোরদার করবে, সরকার দক্ষতা বিভাগ (ডোজ) গঠন করবে, ১৯৬৩ সালে জন এফ কেনেডির হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত রেকর্ড খুঁজে বের করবে, সেনাবাহিনীকে একটি আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল তৈরির নির্দেশ দেবে এবং সামরিক বাহিনী থেকে বৈচিত্র্য, ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তি (ডিইআই) নীতিগুলি বাদ দেবে।
ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের আরও বলেন, তিনি ট্রান্সজেন্ডার নারীদের নারী ক্রীড়া বিভাগে প্রতিযোগিতা করা বন্ধ করবেন এবং শিক্ষার নিয়ন্ত্রণ রাজ্যগুলির হাতে ফিরিয়ে দেবেন।
জনতার উদ্দেশ্যে ট্রাম্প বলেন, "আপনারা এমন নির্বাহী আদেশ দেখতে যাচ্ছেন যা আপনাদের অত্যন্ত খুশি করবে। আমাদের দেশকে সঠিক পথে পরিচালিত করতে হবে।"
প্রেসিডেন্টরা সাধারণত ক্ষমতায় আসার পর নির্বাহী পদক্ষেপ নেন, কিন্তু ট্রাম্পের প্রথম দিনের আদেশের পরিমাণ তার পূর্বসূরীদের তুলনায় কম হতে পারে এবং অনেকের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ জানানোর সম্ভাবনা রয়েছে।
ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যে সোমবার তার নির্বাহী আদেশ অবৈধ অভিবাসনকে টার্গেট করবে - যা তাকে প্রেসিডেন্ট পদে বিজয়ী হতে সহযোগিতা করেছে।
কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, লাখ লাখ অনিবন্ধিত অভিবাসীকে বহিষ্কার করার তার প্রতিশ্রুতি প্রতিবন্ধকতার মধ্যে পড়তে পারে এবং সম্ভাব্যভাবে দশ থেকে শত শত বিলিয়ন ডলার ব্যয় করতে হতে পারে।
২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে তার সমর্থকদের নেতৃত্বে সংঘটিত দাঙ্গায় অংশগ্রহণের জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের জন্যও ট্রাম্প ক্ষমা ঘোষণা করতে পারেন বলে আশা করা হচ্ছে।
ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে অবস্থিত ক্যাপিটাল ওয়ান এরিনায় এই সমাবেশটি অনুষ্ঠিত হয়, যেখানে ধারণক্ষমতা ছিলো প্রায় ২০ হাজার। সমাবেশটি কিড রকের পরিবেশনা দিয়ে শুরু হয় এবং টিভি ব্যক্তিত্ব মেগিন কেলি, অভিনেতা জন ভয়েট এবং ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা স্টিফেন মিলার বক্তৃতা দেন। সমাবেশে ইলন মাস্কও একটি সংক্ষিপ্ত বক্তৃতা দেন।