ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ মিশন, প্রথম দিনেই ২০০ আদেশে সই
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম কর্মদিবসে প্রায় ২০০টি নির্বাহী আদেশ, স্মারকলিপি ও ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। বাইডেন প্রশাসনের বিভিন্ন আদেশ বাতিল করে তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতি বাস্তবায়নে এসব পদক্ষেপ নেন তিনি।
মন্ত্রিসভা নিয়োগ
অভিষেক অনুষ্ঠানে অংশ নেওয়ার পরপরই ক্যাপিটল হিলে প্রথমে মন্ত্রিপরিষদ, উপমন্ত্রিপরিষদ এবং বিভিন্ন বিভাগ ও সংস্থাগুলোর প্রধান নিয়োগের নথিতে স্বাক্ষর করেন তিনি। অভিষেকের দিন থেকেই পূর্ণ উচ্চতায় পতাকা উড়ানোর ডিক্রিতে স্বাক্ষর করেন। এ মাসের শুরুতে প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুর পর থেকে পতাকা অর্ধনমিত রাখা হয়েছিল।
৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গাকারীদের ক্ষমা
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রথমবার ওভাল অফিসে পৌঁছেন সন্ধ্যা ৭টার পর। হোয়াইট হাউসে ট্রাম্প স্বাক্ষরিত প্রথম নির্বাহী আদেশটি হলো ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলায় জড়িত প্রায় ১ হাজার ৬০০ জনকে সম্পূর্ণ ক্ষমা করা।
ট্রাম্প বলেন, ৬ জানুয়ারির কয়েকটি মামলায় আপাতত সম্পূর্ণ ক্ষমা করা হবে না। তিনি অতি-ডানপন্থি কয়েকজনের সাজা কমিয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন কঠোরতম সাজা পেয়েছিলেন।
প্রেসিডেন্টের কাছ থেকে ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে অতি-ডানপন্থি সংগঠন প্রাউড বয়েজের সাবেক প্রধান এনরিকে টাররিও রয়েছেন। তিনি ২০২৩ সালের মে মাসে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ কয়েকটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে ২২ বছরের সাজা ভোগ করছেন। তার আইনজীবী নায়েদ হাসান সিবিএস নিউজকে বলেন, টাররিও ক্ষমা পাবে অথবা তার সাজা কমিয়ে দেবে বলে আশা করা হচ্ছে।
টিকটক আইন বাস্তবায়নের সময়সীমা বৃদ্ধি
ট্রাম্প সোমবার (২০ জানুয়ারি) রাতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যাতে বিচার বিভাগকে ৭৫ দিনের জন্য কার্যকরভাবে টিকটক নিষিদ্ধ করার আইন কার্যকর না করতে বলা হয়েছে। যদিও আইনটি একদিন আগে রোববারই (১৯ জানুয়ারি) কার্যকর করা হয়েছিল।
তবে আইনটির কার্যকর বিলম্বিত করার জন্য প্রেসিডেন্টের কী আইনি কর্তৃত্ব রয়েছে তা এখনও স্পষ্ট নয়। জাতীয় নিরাপত্তা উদ্বেগে গত বছর কংগ্রেস আইনটি পাস করেছিল। ট্রাম্পের দায়িত্ব গ্রহণের তিন দিন আগে সুপ্রিম কোর্ট সেটি বহাল রেখেছিলেন।
অপসারণ অথবা নিষিদ্ধের আইনটি যখন (১৯ জানুয়ারি) কার্যকর হয়, তখন প্রেসিডেন্টকে এটির বাস্তবায়ন ৯০ দিনের পর্যন্ত বিলম্বিত করার অনুমতি দেওয়া হয়েছিল।
ফেডারেল কর্মকর্তাদের পূর্ণ-সময়সূচিতে কাজে ফেরার নির্দেশ
সোমবার সন্ধ্যা ৬টায় ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে জনাকীর্ণ ক্যাপিটাল ওয়ান এরেনায় আসার আগে আরও বেশ কয়েকটি আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। এর মধ্যে একটি হলো ফেডারেল কর্মকর্তা-কর্মচারীরা অবিলম্বে সশরীরে পূর্ণ-সময়সূচিতে কাজে ফিরবে, সামরিক এবং অন্যান্য কিছু নির্দিষ্ট বিভাগ ছাড়া সমস্ত ফেডারেল নিয়োগে স্থগিতাদেশ দেওয়া হয়।
এ ছাড়া মুদ্রাস্ফীতি মোকাবিলার জন্য ফেডারেল সরকারের প্রতিটি বিভাগ ও সংস্থাকে নির্দেশ দিয়ে একটি নথিতে স্বাক্ষর করেন ট্রাম্প।
প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার
ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। তিনি দাবি করেন, চুক্তিটি থেকে সরে আসায় মার্কিন যুক্তরাষ্ট্রের এক ট্রিলিয়ন ডলার সাশ্রয় হবে।
ডব্লিউএইচও থেকে প্রত্যাহার
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার তার অফিসে প্রথম দিনে জাতিসংঘের জনস্বাস্থ্য বিষয়ক সংস্থাটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার মতো এ পদক্ষেপ গ্রহণ করেন তিনি।
যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের কারণ হিসেবে নির্বাহী আদেশে বলা হয়, চীনের উহানে উদ্ভূত কোভিড-১৯ মহামারি সারা বিশ্বে ছড়িয়ে পড়া রোধে এবং বিশ্বব্যাপী অন্যান্য স্বাস্থ্য সংকট সমাধানে সংস্থাটি ব্যর্থ হয়েছে। এটি দ্রুত প্রয়োজনীয় সংস্কার পদক্ষেপ গ্রহণ এবং সদস্য দেশগুলোর অযাচিত রাজনৈতিক প্রভাব থেকে স্বাধীনভাবে কাজ করতেও ব্যর্থ করছে।
আদেশে আরও বলা হয়, ডব্লিউএইচও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ‘অন্যায়ভাবে কষ্টসাধ্য অর্থ প্রদানের দাবি করে আসছে।’
অভিবাসন ও সীমান্ত সংক্রান্ত নির্বাহী আদেশ
অবৈধ অভিবাসীদের গণনির্বাসন, সেনাবাহিনীকে সীমান্তে মোতায়েন, মাদকের কার্টেল ও গ্যাংগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করা এবং আশ্রয়প্রার্থী ও শরণার্থীদের নতুন করে নিবন্ধন বন্ধ করতে ডোনাল্ড ট্রাম্প তার প্রেসিডেন্সিয়াল ক্ষমতা প্রয়োগ শুরু করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন এবং প্রতিরক্ষা বিভাগকে সেখানে সামরিক শক্তি বাড়াতে নির্দেশ দেন।
ট্রাম্প কর্মকর্তাদের নির্দেশ দেন, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণ প্রকল্প পুনরায় শুরু করার জন্য। ব্যায়বহুল এই সরকারি প্রকল্পটি ট্রাম্প তার প্রথম মেয়াদে চালু করেছিলেন। এটি পরে প্রেসিডেন্ট বাইডেন বন্ধ করে দিয়েছিলেন। তবে তিনি ২০২৩ সালে টেক্সাস সীমান্তে পুনরায় দেয়াল নির্মাণ শুরু করেছিলেন। সেখান দিয়ে ব্যাপক অবৈধ অনুপ্রবেশ ঘটত।
ট্রাম্প প্রশাসনের সময় ২০১৭ থেকে ২০২১ এর জানুয়ারি পর্যন্ত দক্ষিণ-পশ্চিম সীমান্তে প্রায় ৪৫০ মাইল দেয়াল তৈরি করা হয়েছিল।
জন্মগত নাগরিকত্ব
ট্রাম্প ফেডারেল সংস্থাগুলোকে নির্দেশ দিয়ে একটি আদেশে স্বাক্ষর করেছেন, যাতে অবৈধ অভিবাসী বা অস্থায়ী ভিসাধারী পিতা-মাতার সন্তানদের জন্মগত নাগরিকত্ব লাভে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মার্কিন সরকার দীর্ঘদিন ধরে সংবিধানের ১৪তম সংশোধনীর আওয়তায় পিতামাতার অভিবাসন অবস্থা যাই হোক না কেন, যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণকারী সবাইকে নাগরিকত্ব প্রদান করেছে।
আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হত্যাকারী অবৈধ অভিবাসীদের মৃত্যুদণ্ড
যে অবৈধ অভিবাসীরা আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের হত্যা অথবা বড় অপরাধের সঙ্গে জড়িত তাদের মৃত্যুদণ্ড প্রদানে বিচার বিভাগকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প।
অর্থনীতি শক্তিশালীকরণে নির্বাহী আদেশ
প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরিত আদেশগুলোর মধ্যে রয়েছে মার্কিন ভোক্তাদের জন্য জ্বালানি খরচ কমাতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা এবং বৈদ্যুতিক গাড়ি সংস্কার আগের প্রশাসনের আদেশ প্রত্যাহার করা। তিনি বিশেষ করে আলাস্কার অর্থনীতি ও জ্বালানি উৎপাদনের ওপর একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। অঙ্গরাজ্যটির প্রাকৃতিক সম্পদগুলোকে জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। নতুন প্রশাসন রপ্তানি ও জাতীয় পর্যায়ে ব্যবহারের জন্য এ অঙ্গরাজ্যের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে।
নতুন প্রেসিডেন্ট মূল্যস্ফীতির ওপর একটি স্মারকলিপিতেও স্বাক্ষর করেন, যাতে সরকারকে ক্রমবর্ধমান ব্যয় কমানোর দিকে মনোনিবেশ করার নির্দেশ দেওয়া হয়।
লিঙ্গ ও বৈচিত্র্যতা
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে শুধু দুটি লিঙ্গকে (নারী ও পুরুষ) স্বীকৃতি দেয়া ফেডারেল সরকারের নীতিতে পরিণত করেছেন।
অফিস অব ম্যানেজমেন্ট ও বাজেটকে বৈচিত্র্য, সমতা এবং অন্তর্ভুক্তির ধারণা প্রচার করে এমন সমস্ত ম্যান্ডেট, নীতি ও প্রোগ্রামগুলোকে বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এই নির্বাহী আদেশে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের অংশ হিসেবে নতুন নামকরণ করা হয়েছে, এমন প্রকল্পগুলোও পর্যালোচনা করতে বলা হয়েছে।