উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাম্পের হাস্যরস
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে সোমবার (২০ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অভিষেক উপলক্ষে তিনটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। প্রথম উদ্বোধনী অনুষ্ঠানেই তার হাস্যরস দর্শকদের মন ছুঁয়েছে।
ওয়াশিংটন ডিসির ওয়াল্ডার ই ওয়াশিংটন কনভেনশন সেন্টারে ‘কমান্ডার-ইন-চিফ বল’-শীর্ষক অনুষ্ঠানে স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে (ফার্স্ট লেডি) নিয়ে নেচেছেন তিনি। এ সময় ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও তার স্ত্রী উষা চুলুকুরি ভ্যান্সকে (সেকেন্ড লেডি) নিয়ে মঞ্চে ওঠেন। দুই জুটিকে দেখে দর্শকেরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিবি।
অনুষ্ঠানের শেষদিকে সামরিক তলোয়ার দিয়ে বিশাল আকৃতির একটি কেক কাটেন ট্রাম্প ও জে ডি ভ্যান্স। কেকটি ছিল মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজের নতুন নকশার আকৃতির।
কেক কাটার আগে ট্রাম্প মজা করে বলেন, ‘রানওয়ে কাটতে হবে, উড়োজাহাজ নয়।’ কেক কাটার পর দর্শকদের কেউ খেতে চান, কিনা সেটিও জানতে চান তিনি।
ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স তরবারি দিয়ে কেক কাটার সময় হাস্যরস করে বলেন, এই দৃশ্য দেখে নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস খুবই ঘাবড়ে যাচ্ছে।
অনুষ্ঠানে আবহসঙ্গীত শুরু হলে ট্রাম্প তার হাতে থাকা তলোয়ার নিয়ে নাচতে শুরু করেন। দর্শকেরা অনুষ্ঠান উপভোগ করেন এবং ট্রাম্পকে শুভকামনা জানান।