হুতিদের ফের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাবদ্ধ করলেন ট্রাম্প
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাবদ্ধ করে গতকাল বুধবার (২২ জানুয়ারি) একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিরা ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে ভয়াবহ হামলা চালায়। এর প্রতিশোধ নিতে ইসরায়েল গাজায় বর্বরোচিত আক্রমণ শুরু করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েল-যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশের জাহাজে হামলা চালায়। এরপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হুতিদের বিরুদ্ধে অভিযান শুরু করে এবং ইয়েমেনে তাদের স্থপনা ধ্বংসে বেশ কয়েকবার হামলা চালায়।
আদেশে স্বাক্ষরের সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইয়েমেন, সৌদি আরব ও আরব আমিরাতে হামলার জন্য হুতিরা দায়ী।
নির্বাহী আদেশে বলা হয়, হুতিদের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বেসামরিক নাগরিক ও কর্মকর্তাদের জন্য হুমকি তৈরি করেছে। সেই সঙ্গে হুতিরা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা ও সমুদ্রপথে বৈশ্বিক বাণিজ্যের স্থিতিশীলতার জন্যও হুমকি।
সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদের শেষদিকে হুতিদের বিদেশি সন্ত্রাসী সংগঠন তালিকাভুক্ত করা হয়েছিল। তবে জো বাইডেন প্রশাসন ২০২১ সালে দায়িত্ব গ্রহণের কয়েক সপ্তাহ পরেই এই সিদ্ধান্ত বাতিল করে। পরে অবশ্য ২০২৪ সালে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ ও নৌবহরে বারবার হামলার জন্য হুতিদের বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে আবারও তালিকাভুক্ত করে বাইডেন প্রশাসন।