ট্রাম্পের নতুন শুল্ক কার্যকর, চীনের পাল্টা ব্যবস্থা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক কার্যকর হওয়ার পর চীনও পাল্টা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে। বেইজিং জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত কয়লা, বড় ইঞ্জিনযুক্ত গাড়ি ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর নতুন শুল্ক আরোপ করা হবে। খবর বিবিসির।
এদিকে, চীনের অ্যান্টি-মনোপলি সংস্থা গুগলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, যা বাণিজ্য যুদ্ধকে আরও বাড়িয়ে তুলতে পারে।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ট্রাম্পের ঘোষিত ১০ শতাংশ নতুন শুল্ক কার্যকর হয়েছে। তবে কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক এক মাসের জন্য স্থগিত রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকরের পর চীন পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন পণ্যে নতুন শুল্ক ও বিধিনিষেধ আরোপ করছে। বেইজিং বেশ কয়েকটি পণ্য আমদানির ওপর কর বৃদ্ধি এবং মার্কিন কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
চীনের নতুন শুল্ক ও বিধিনিষেধ
- কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর ১৫ শতাংশ শুল্ক
- অশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি, পিকআপ ট্রাক ও বড় ইঞ্জিনযুক্ত গাড়ির ওপর ১০ শতাংশ কর
- গুগলের বিরুদ্ধে অ্যান্টি-মোনোপলি (একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ) তদন্ত শুরু
- ২৫ ধরনের বিরল ধাতব পণ্যের রপ্তানি নিয়ন্ত্রণ
ক্যালভিন ক্লেইনসহ বেশ কয়েকটি ব্র্যান্ডের মূল কোম্পানি পিভিএইচ ক্রপ ও মার্কিন জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান ইলুমিনাকে ‘অবিশ্বস্ত প্রতিষ্ঠান’ তালিকায় যুক্ত।
এর আগে, ট্রাম্প তার নির্বাচনি প্রচারণায় যুক্তরাষ্ট্রে ফেন্টানিল প্রবাহ বন্ধ করার যুক্তি দেখিয়ে চীনের ওপর ৬০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন।
ধারণা করা হচ্ছে, এই শুল্ক নীতি চীনের অর্থনীতির ওপর আরও চাপ সৃষ্টি করতে পারে। ইতোমধ্যে দেশটি ধীরগতির অর্থনৈতিক প্রবৃদ্ধির মুখোমুখি হয়েছে এবং রপ্তানির ওপর ক্রমবর্ধমানভাবে নির্ভরশীল হয়ে উঠেছে।
চীনের এই পদক্ষেপ বাণিজ্য যুদ্ধকে আরও তীব্র করবে বলে ধারণা করা হচ্ছে।