আলাস্কায় ১০ আরোহীসহ উড়োজাহাজ নিখোঁজ
যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম আলাস্কায় ১০জন যাত্রীসহ একটি ছোট উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। উড়োজাহাজটিতে ৯জন যাত্রী এবং একজন পাইলট ছিলেন বলে জানা গেছে। আজ (৭ ফেব্রুয়ারি) যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।
বিমান কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আলাস্কার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে উনালাকিল্ট থেকে বেরিং এয়ার ক্যারাভান নোমের উদ্দেশ্যে যাত্রা করে। দুটি শহরের মধ্যবর্তী দূরত্ব প্রায় ১৪৬ মাইল (২৩৫ কিলোমিটার)। উড়োজহাজটি উড্ডয়নের পরেই রাডারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
আলাস্কা রাজ্য পুলিশ জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধারকারী দল উড়োজাহাজটির শেষ অবস্থান জানার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নিখোঁজ উড়োজাহাজটি মার্কিন যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক আকাশ দুর্ঘটনার মধ্যে সর্বশেষ ঘটনা। এর আগে, ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে একটি সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়। সেখানে ৬৭ জন আরোহী নিহত হন। এই দুর্ঘটনার পরপরই ফিলাডেলফিয়ার ব্যস্ততম এলাকায় একটি মেডিকেল প্লেন বিধ্বস্ত হয়ে সাতজন নিহত এবং ১৯ জন আহত হন।