নিজের এআই ভিডিও শেয়ার দিয়ে যা বললেন ম্যাক্রোঁ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/12/phraanser_presiddentt_imaanuyyel_myaakronr_eks_ayaakaauntt.jpg)
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর এক্স অ্যাকাউন্ট থেকে নেওয়া ছবি
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলের একটি পোস্টে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে দেখা যায়, তিনি গাইছেন, কথা বলছেন। কোথাও তার চুল লম্বা, কোথাও এক সময়ের জনপ্রিয় সিরিয়াল ম্যাকগাইভারের নায়কের মতো। ভিডিওটি শেয়ার করেছেন ম্যাক্রোঁ নিজেই। তিনি তার এক্স অ্যাকাউন্টে এটি শেয়ার করে লিখেছেন, ‘সুন্দর হয়েছে।’
সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে দুদিনব্যাপী এআই সম্মেলন উদ্বোধনের আহে ম্যাক্রোঁ ভিডিওটি শেয়ার করেন। আর্টিফিশাল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে বানানো হয়েছে ওই ভিডিওটি। যেখানে ৪৭ বছর বয়সি প্রেসিডেন্ট বিখ্যাত গান ‘ভয়েজ ভয়েজ’-এর তালে নাচছিলেন। ভিডিওটির মধ্যেই আসল ম্যাক্রোঁকে বলতে শোনা যায়, এই ভিডিও আমাকে সত্যিই আনন্দিত করেছে ও হাসিয়েছে।