ঈদের চাঁদ খুঁজবে এআই-চালিত ড্রোন

এআই-চালিত ড্রোন দিয়ে পবিত্র ঈদুল ফিতরের চাঁদ অনুসন্ধান করবে সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের প্রথম দেশ হিসেবে ড্রোন ব্যবহার করে চাঁদ অনুসন্ধান করবে তারা। দেশটির ফতোয়া কাউন্সিল থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। গালফ নিউজের লাইভ আপডেট প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
আজ শনিবার (২৯ মার্চ) দেশটিতে ঈদুল ফিতরের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। এজন্য যুক্ত করা হয়েছে ড্রোন। এসব ড্রোনে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি সংযুক্ত থাকবে।
নির্ভুলভাবে চাঁদ দেখার জন্য দেশটির আল খাতিম অবজারভেটরি টিম থেকে উচ্চক্ষমতাসম্পন্ন এবং নির্ভুল লেন্সসহ ড্রোন মোতায়েন করা হবে। এআই-চালিত প্রযুক্তিগুলো সুনির্দিষ্টভাবে শনাক্তকরণের জন্য ছবি এবং ডেটা বিশ্লেষণ করবে। পরবর্তীতে সংবাদ মাধ্যমে প্রচারের জন্য ইভেন্টটি নথিভুক্ত করবে।
আরব আমিরাতের শেখ আবদুল্লাহ বিন বাইয়্যাহ এবং ড. ওমর হাবতুর আল দারেইয়ের সভাপতিত্বে আজ একটি সভা অনুষ্ঠিত হবে। এই সভায় শরিয়াহ, জ্যোতির্বিদ্যা এবং আইন বিশেষজ্ঞরা চাঁদ দেখার প্রক্রিয়া তদারকি করবেন।
দেশটির চাঁদ দেখা কমিটি জনসাধারণ, বিশেষ করে ঐতিহ্যবাহী চাঁদ দেখার ব্যক্তিদের (আল-শুওয়াইফাহ) ২৯ রমজান সূর্যাস্তের পরে চাঁদ দেখার জন্য এবং তাদের ফলাফল সরকারি চ্যানেলের মাধ্যমে প্রচার করার জন্য আমন্ত্রণ জানিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের পাঁচটি অত্যাধুনিক পর্যবেক্ষণ কেন্দ্র—আল খাতিম, জাবাল হাফীত, দুবাই, শারজাহ এবং রাস আল খাইমাহ সুনির্দিষ্টভাবে ঈদের চাঁদ পর্যবেক্ষণ করার জন্য উন্নত প্রযুক্তিতে সজ্জিত করা হয়েছে।
ভৌগোলিক অবস্থান এবং টাইম জোনের কারণে, চন্দ্রপঞ্জিকার হিসাব-নিকাশ করে পৃথিবীর অন্যান্য দেশের আগে রমজান মাস শুরুর ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া। গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ জানিয়েছেন, দেশটির প্রধান দুটি শহর পার্থ ও সিডনিতে খালি চোখে চাঁদ দেখা যাবে।
এদিকে আজ শনিবার (২৯ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশটির ফতোয়া পরিষদ এই ঘোষণা দিয়েছে। খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফতোয়া কাউন্সিল বলেছে, ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয় সূর্যাস্তের আগে চাঁদের গণনাকৃত জন্ম, সূর্যাস্তের পর চাঁদের সময়কাল এবং চাঁদ দেখার সম্ভাবনার ওপর ভিত্তি করে। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিল এবং অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল সঠিক পদ্ধতিতে বিশ্লেষণ ও সাধারণ মূল্যবোধকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে।
অ্যাস্ট্রনমিকাল তথ্য বিশ্লেষণ করে কাউন্সিল জানায়, আজ শনিবার রাত ৯টা ৫৭ মিনিটে শাওয়াল মাসের চাঁদের জন্ম হবে কিন্তু দেখা যাবে আগামীকাল। ফলে রমজান হবে ৩০ দিনের এবং আগামী সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।