পাকিস্তানে সেনানিবাসে আত্মঘাতী হামলায় ৫ সেনাসহ নিহত ১৮

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত বান্নু সেনানিবাসে মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় দুটি বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে হামলার ঘটনা ঘটেছে৷ এতে পাঁচ সেনাসদস্যসহ ১৮ জন নিহত হয়েছেন। আজ বুধবার (৫ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
খাইবার পাখতুনখোয়া রাজ্যের মন্ত্রী পাখতুন ইয়ার খান এএফপিকে জানান, নিহতদের মধ্যে চার শিশু ও তিন নারী রয়েছে৷ সেনানিবাসটি আফগান সীমান্ত সংলগ্ন ঐ রাজ্যে অবস্থিত৷
ইয়ার খান আরও বলেন, মঙ্গলবার সন্ধ্যায় জঙ্গিরা দুইদিক থেকে বান্নু সেনানিবাসে ঢুকে পড়েছিল৷ এরপর তাদের সঙ্গে কয়েক ঘণ্টা গুলি বিনিময় হয়৷ বুধবার সকালে পরিস্থিত শান্ত হয়৷
এদিকে সামরিক বাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে—চারজন আত্মঘাতী বোমা হামলাকারীসহ ১৬ ‘জঙ্গি' নিহত হয়েছে। এ ঘটনায় একটি মসজিদ ও আবাসিক এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এখন পর্যন্ত কেউ হামলায় দায় স্বীকার করেনি৷ তবে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানি তালেবান বলে পরিচিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি ঐ এলাকায় পুলিশ ও সামরিক বাহিনীর ওপর বেশ কয়েকবার হামলা করেছে৷
এ হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।