ডানপন্থিদের প্রতি মাস্কের সমর্থনের পর জার্মানিতে টেসলার বিক্রিতে ধস

জার্মানির সাম্প্রতিক নির্বাচনে ডানপন্থি দল এএফডির প্রতি মার্কিন ধনকুবেড় ইলন মাস্কের জোরালো সমর্থনের পর দেশটিতে তার মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান টেসলার গাড়ি বিক্রিতে ধস নেমেছে। আজ বুধবার (৫ মার্চ) প্রকাশিত সরকারি হিসাব অনুসারে ফেব্রুয়ারিতে গত বছরের তুলনায় বিক্রি কমেছে প্রায় ৭৬ শতাংশ। খবর এএফপির।
জার্মানির কেন্দ্রীয় পরিবহণ কর্তৃপক্ষ জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে ইউরোপের সবচেয়ে বড় গাড়ির এই বাজারে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান টেসলার এক হাজার ৪২৯টি বৈদ্যুতক গাড়ি রেজিষ্ট্রেশন করা হয়েছে। এই সংখ্যা গত বছরের এই সময়ের তুলনায় ৭৬ শতাংশ কম।
জার্মানির রাজনীতিতে ইলন মাস্কের হস্তক্ষেপের পরপর জানুয়ারিতে টেসলার বিক্রি ৬০ শতাংশ কমে গিয়েছিল। সে হিসাব করলে এই বছরের প্রথম দুই মাসে জার্মানিতে টেসলার বিক্রি কমেছে প্রায় ৭০ শতাংশ। অতিডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) ২৩ ফ্রেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে ইতিহাস গড়া ফলাফলের মাধ্যমে ২১ শতাংশের বেশি ভোট পায়। নির্বাচনি প্রচারণায় এএফডিকে ব্যাপকভাবে সমর্থন করেন ইলন মাস্ক। এমনকি তিনি তার সামাজিক প্ল্যাটফর্ম এক্সে ডানপন্থি দলটির প্রতি সমর্থন জানিয়ে লেখেন, ‘কেবল এএফডিই পারবে জার্মানিকে রক্ষা করতে।’
তবে যতো ভালো ফলাফলই এএফডি করুক না কেন জার্মানির অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বাকী দলগুলো তাদের সঙ্গে পার্লামেন্টে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে।

গত বছর জার্মান সরকার ভর্তুকি প্রত্যাহার করে নিলে দেশটিতে বৈদ্যুতিক গাড়ির বিক্রি কমতে শুরু করে। পাশাপাশি ইউরোপের বাজারে ব্যাটারিচালিত গাড়ির চাহিদাও কমে যায়। আর টেসলার বিক্রিতে অব্যাহত ধসের বিষয়টি অবশ্য পুরো বৈদ্যুতিক গাড়ির সেক্টরকেই এখন বিপরীত অবস্থানের মুখোমুখি করেছে। জার্মানিতে ফেব্রুয়ারিতে মোট ৩৬ হাজার ব্যাটারিচালিত গাড়ি রেজিষ্ট্রেশন হয়েছে। আর মোট গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে দুই লাখ তিন হাজার ৪০০টি।