কঙ্গোতে নৌকা ডুবে অন্তত ২৫ জনের মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পশ্চিমাঞ্চলীয় মাই-এনডোম্বে প্রদেশের কোয়া নদীতে একটি নৌকা ডুবে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে গতকাল সোমবার (১০ মার্চ) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
স্থানীয় সংবাদমাধ্যম অ্যাকচুয়ালাইট.সিডির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাদেশিক সরকারের মুখপাত্র অ্যালেক্সিস এমপুটু জানিয়েছেন, ‘সর্বশেষ তথ্য অনুযায়ী ২৫ জনের মৃত্যু হয়েছে এবং ৩০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনার প্রধান কারণ ছিল রাতে নৌ চলাচল।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নৌকাটিতে নাগাম্বোমি গ্রামের ফুটবলাররা ছিলেন, যারা মুশি শহরে একটি ম্যাচ খেলে ফিরছিলেন। নৌকাটি স্থানীয় সময় রাত ১১টায় মুশি বন্দর থেকে যাত্রা শুরুর পর প্রায় ১২ কিলোমিটার পথ পেরিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
মুশি পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হলেও বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
ডিআর কঙ্গোতে নৌ দুর্ঘটনা প্রায়ই ঘটে। গত বছরের ডিসেম্বরে মাই-এনডোম্বের কাছেই ইনঙ্গো শহরের উদ্দেশে যাত্রা করা একটি নৌকা ডুবে যায়।