দেশে বাণিজ্যিক ফুল চাষের প্রথম উদ্যোক্তা শের আলী মারা গেছেন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/12/josshor_ful_chashi.jpg)
দেশে বাণিজ্যিক ফুল চাষের প্রথম উদ্যোক্তা শের আলী সরদার মারা গেছেন (ইন্নাহ লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোররাতে যশোরের ঝিকরগাছার গদখালি পানিসারা গ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
মো. শের আলী সরদার যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের পানিসারা গ্রামের মৃত রহমান সরদারের ছেলে। ১৯৫০ সালে জন্ম নেওয়া শের আলী সরদার পানিসারা ইউনিয়নের কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। তারপর বাবা পেশা চাষাবাদের কাজ শুরু করেন। ফুল চাষের জন্য তিনি পৃথিবীর ১৭টা দেশ ভ্রমণ করে নিজেকে সমৃদ্ধ করেছেন। সেই অভিজ্ঞতা দেশে কাজে লাগিয়ে গদখালির ফুল সেক্টরকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন।
মৃত্যুকালে শের আলী দুই স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শের আলী সরদার বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। আসরবাদ গদখালী ফুলের মোড়ে জানাজা নামাজ শেষে পানিসারা পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. মোশাররফ হোসেন বলেন, ‘একজন কৃষক শের আলী সরদারের হাত ধরে দেশে ফুলের বিস্তৃত ঘটেছে। আস্তে আস্তে এই ফুল একটি জেলায় ব্র্যান্ডিং পণ্যের স্বীকৃতি পেয়েছে। সেই কৃষকের মৃত্যুতে আমরা মর্মাহত। যাঁর হাত ধরে দেশে ফুলের এমন বিস্তৃত ঘটেছে, সরকার যাতে সম্মানিত করে, আমরা সেই উদ্যোগ নেব।’