যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যে এক্সে ব্যাপক বিভ্রাট, মাস্কের দাবি ‘সাইবার হামলা’

ইলন মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) স্থানীয় সময় সোমবার (১০ মার্চ) সকালে বড় ধরনের বিভ্রাটের সম্মুখীন হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হাজারো ব্যবহারকারী সমস্যায় পড়েন। খবর বিবিসির।
অনলাইন সমস্যা পর্যবেক্ষণকারী সংস্থা ডাউনডিটেক্টর জানায়, প্ল্যাটফর্মে প্রযুক্তিগত সমস্যার কারণে শুধুমাত্র যুক্তরাষ্ট্র থেকেই দশ হাজারের বেশি রিপোর্ট পাওয়া গেছে। যুক্তরাজ্যেও দুপুর ২টার কিছু আগে আট হাজারের বেশি বিভ্রাটের রিপোর্ট জমা পড়ে।
বেশ কয়েকজন ব্যবহারকারী অ্যাপ ও ডেস্কটপ উভয় মাধ্যমেই লগইন ও ফিড রিফ্রেশ করতে ব্যর্থ হন এবং শুধুমাত্র লোডিং আইকন দেখতে পান।
ইলন মাস্ক দাবি করেছেন, এই বিভ্রাট “ইউক্রেন অঞ্চলের” একটি “ব্যাপক সাইবার হামলা” ফলে এই বিভ্রাট তৈরি হয়েছে।
তবে, তিনি তার দাবির স্বপক্ষে কোনও প্রমাণ দেননি এবং এ ঘটনায় কোনো রাষ্ট্র জড়িত আছে কি না, তা স্পষ্ট করেননি।
এক্সে দেওয়া পোস্টে মাস্ক লেখেন, “এটি হয় একটি বৃহৎ সমন্বিত গোষ্ঠী, নয়তো কোনও দেশের দ্বারা সংঘটিত হয়েছে।”

নেটব্লকসের পরিচালক আল্প টোকার বলেছেন, তাদের সংগৃহীত ডাটা ইঙ্গিত দিচ্ছে, এই বিভ্রাট সাইবার হামলার ফলাফল হতে পারে।
তিনি আরও বলেন, “আমরা যা দেখেছি, তা অতীতের ডিনায়াল অব সার্ভিস (ডিডিওএস) আক্রমণের সাথে সামঞ্জস্যপূর্ণ।”
এদিকে, সম্প্রতি ইউক্রেন সফর করায় সোমবার মার্কিন সিনেটর মার্ক কেলিকে “বিশ্বাসঘাতক” বলে অভিহিত করেছেন ইলন মাস্ক।
সিনেটর কেলি পাল্টা জবাবে লেখেন, “ইলন, যদি তুমি বুঝতে না পারো যে স্বাধীনতা রক্ষা করা আমেরিকার মৌলিক নীতি এবং এটি আমাদের নিরাপদ রাখে, তাহলে এই বিষয়টি আমাদের মতো লোকদের হাতেই ছেড়ে দেওয়া উচিত।”
তাদের এই বিতর্ক ‘এক্স’ প্ল্যাটফর্মেই সংঘটিত হয়।