গাজা পাঁচ বছরের যুদ্ধবিরতির জন্য প্রস্তুত : হামাস কর্মকর্তা

হামাস গাজা যুদ্ধের অবসানের জন্য একটি চুক্তির চেষ্টা করছে। চুক্তিটিতে বাকি সব জিম্মিদের একসঙ্গে মুক্তি ও পাঁচ বছরের যুদ্ধবিরতি প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। আজ শনিবার (২৬ এপ্রিল) হামাসের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
হামাসের ওই কর্মকর্তা এএফপির জানান, ‘হামাস একসঙ্গে সব বন্দী বিনিময় ও পাঁচ বছরের যুদ্ধবিরতির জন্য প্রস্তুত রয়েছে। হামাসের একটি প্রতিনিধি দল শনিবার সন্ধ্যায় কায়রোয় মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন।’
২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া চলামান যুদ্ধ অবসানের জন্য হামাসের একটি প্রতিনিধিদল মিশরীয় মধ্যস্থতাকারীদের সাথে আলোচনার জন্য কায়রোতে অবস্থান করছেন।
এদিকে, গাজায় উদ্ধারকর্মীরা জানিয়েছেন, গাজা সিটিতে একটি পরিবারের বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

ইসরায়েলের একটি প্রস্তাবের পর যুদ্ধবিরতি চুক্তির প্রচেষ্টা তৈরি হয়েছে। ইসরায়েলের প্রস্তাবে বলা হয়েছে ১০ জন জীবিত বন্দির বিনিময়ে ৪৫ দিনের যুদ্ধবিরতি করা হবে। যদিও হামাস এই মাসের শুরুতে ‘আংশিক’ যুদ্ধবিরতির কথা বলে তা প্রত্যাখ্যান করেছিল। এর পরিবর্তে হামাস যুদ্ধ বন্ধের জন্য একটি ‘ব্যাপক’ চুক্তির আহ্বান জানিয়েছিল।
হামাস ধারাবাহিকভাবে দাবি করে আসছে যে, যুদ্ধবিরতি চুক্তির ফলে অবশ্যই যুদ্ধের অবসান হতে হবে। গাজা উপত্যকা থেকে ইসরায়েলিদের সম্পূর্ণ প্রত্যাহার এবং অবরুদ্ধ ভূখণ্ডে মানবিক সহায়তার ব্যাপক আকারে বাড়াতে হবে।
অন্যদিকে ইসরায়েল ২০২৩ সালের হামলায় আটক হওয়া সমস্ত বন্দির ফেরত এবং হামাসের নিরস্ত্রীকরণ দাবি করে আসছে।
দুই মাসের যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলের নতুন করে সামরিক অভিযান শুরু হয়। এর এক মাসেরও বেশি সময় পর হামাসের এক কর্মকর্তা এই সপ্তাহের শুরুতে বলেছিলেন, কায়রোতে তাদের প্রতিনিধিদল যুদ্ধবিরতির বিষয়ে ‘নতুন ধারণা’ নিয়ে আলোচনা করবে।