রোমে সমাহিত হলেন পোপ ফ্রান্সিস

সেন্ট পিটার্স স্কোয়ারে শেষকৃত্যের পর পোপ ফ্রান্সিসকে তার প্রিয় রোম গির্জার ভেতরে সমাহিত করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৬ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটে ইতালির রাজধানীর সান্তা মারিয়া ম্যাগিওর ব্যাসিলিকায় তাঁকে সমাহিত করা হয়।
ভ্যাটিকান কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এএফপি জানিয়েছে, বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে ভ্যাটিকানে পোপের শেষকৃত্যানুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান শেষ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর পোপ ফ্রান্সিসের কফিন সেন্ট পিটার্স ব্যাসিলিকায় আনা হয়।

পোপের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিশ্ব নেতারা।
শনিবার সেন্ট পিটার্স থেকে চত্বরে পোপ ফ্রান্সিসের কফিনটি সরানোর সময় সমবেত জনতা নীরব হয়ে যায়। ভ্যাটিকানে লাউডস্পিকারে গির্জার গায়ক দলের পরিবেশনা চলে। এ সময় জনতার কোলাহল থেমে যায়। সেখানে উপস্থিত সবাই পোপের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে নীরবতা পালন করেন।
ভ্যাটিকান জানিয়েছে, পোপের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে সেন্ট পিটার্স স্কয়ার এবং এর আশপাশের এলাকায় দুই লাখ মানুষ সমবেত হয়েছেন।
উল্লেখ্য, ২০১৩ সালে এক দশমিক চার বিলিয়ন ক্যাথলিকদের নেতা হিসেবে দায়িত্ব নেওয়া সংস্কারপন্থি ফ্রান্সিস সোমবার (২১ এপ্রিল) ৮৮ বছর বয়সে মারা যান। তিনি সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পাঁচ সপ্তাহ হাসপাতালে ছিলেন।