এবার আকাশ ও স্থলপথে পাকিস্তানি পার্সেল-চিঠি আসা বন্ধ করল ভারত

পাকিস্তান থেকে আকাশ ও স্থলপথে সবধরনের চিঠিপত্র ও পার্সেল আসা বন্ধ ঘোষণা করেছে ভারত। শনিবার (৩ মে) দিনের প্রথমভাগে পাকিস্তান থেকে সবধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পরপরই নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারত সরকার। গত ২২ এপ্রিল ভারতের কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর প্রতিবেশী দেশ দুটির মধ্যে তৈরি হওয়া উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে এই সিদ্ধান্ত নেওয়া হলো।খবর দি ইকোনোমিক টাইমসের।
ভারতের বৈদেশিক বাণিজ্য বিষয়ক দপ্তর শুক্রবার (২ মে) জারি করা এক চিঠিতে জানায়, অতিদ্রুত চিঠিপত্র ও পার্সেল আসা বন্ধ করার এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এতে বলা হয়, ভারত সরকার তাদের বৈদেশিক বাণিজ্য নীতি-২০২৩ এ একটি নতুন প্যারা (২.২০ এ) যুক্ত করেছে যাতে পাকিস্তান থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, এই নিষেধাজ্ঞার কোনো ব্যত্যয় ঘটানো হলে অবশ্যই তার আগে ভারত সরকারের অনুমোদন নিতে হবে।

ভারতের এই সিদ্ধান্ত পাকিস্তানের রপ্তানি খাতে ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। এতে দেশটির সিমেন্ট, বস্ত্র ও কৃষিজাত পণ্য রপ্তানি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। আনুষ্ঠানিক বাণিজ্যের পাশাপাশি অনানুষ্ঠানিক বাণিজ্যের ক্ষেত্রেও এই সিদ্ধান্তের প্রভাব দৃশ্যমান হবে বলে আশঙ্কা করা হচ্ছে।