পাকিস্তানি গোলায় ১৬ নিহতের কথা স্বীকার করল ভারত

পাকিস্তানি বাহিনীর গুলিতে ১৬ জন নিহতের কথা স্বীকার করেছে ভারত। নিয়ন্ত্রণ রেখাজুড়ে (এলওসি) এসব হতাহতের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরও ৪৩ জন। খবর বিবিসির।
আজ বৃহস্পতিবার (৮ মে) ভারতের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বুধবার সকাল থেকে পাকিস্তানি বাহিনীর গুলিতে আরও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। নিহতদের মধ্যে তিনজন নারী ও পাঁচ শিশু রয়েছে।
এর আগে মৃতের এই সংখ্যা ১৫ জন বলে জানিয়েছিল ভারত। আহতদের সংখ্যা ৪৩ জনে অপরিবর্তিত রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখাজুড়ে বিনা উস্কানিতে গোলাগুলির তীব্রতা বৃদ্ধি করেছে পাকিস্তান। ইসলামাবাদ কুপওয়ারা, বারামুল্লা, উরি, পুঞ্চ, মেন্ধার এবং রাজৌরি সেক্টরের মতো জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় মর্টার এবং ভারী ক্যালিবারের আর্টিলারি ব্যবহার করছে। ভারতীয় সেনাবাহিনী এই মর্টার ও আর্টিলারি হামলার জবাব দিয়েছে এবং তা বন্ধ করার চেষ্টা করছে।

উল্লেখ্য, সাম্প্রতিক পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। গত মঙ্গলবার গভীর রাতে ভারত পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে। পাকিস্তানও পাল্টা হামলার দাবি করেছে। সীমান্ত এলাকায় উভয় পক্ষের গোলাগুলি অব্যাহত রয়েছে, যার ফলে সাধারণ মানুষ হতাহত হচ্ছে।