পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ভারতের

পাকিস্তান বিমান বাহিনীর একটি এফ-১৬ সুপারসনিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে ভারত। দেশটি দাবি করছে, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (স্যাম) ব্যবহার করে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে। খবর এনডিটিভির।
আজ বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানের সারগোদা বিমান ঘাঁটির কাছে থেকে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়।
ভারতীয় সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিমানটি পাকিস্তানের সারগোদা বিমান ঘাঁটি থেকে উড়েছিল। সারগোদা পাকিস্তান বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। যা দেশটির পাঞ্জাব প্রদেশে অবস্থিত অন্যতম সুরক্ষিত একটি ফ্রন্ট-লাইন বিমান ঘাঁটি।
তবে এফ-১৬ ভূপাতিত করার এই দাবি পাকিস্তানের পক্ষ থেকে এখনও নিশ্চিত করা হয়নি।
এদিকে বৃহস্পতিবার (৮ মে) রাতে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। এদিন রাত ৯টার দিকে জম্মু শহরে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপরই পুরো শহরে সাইরেন বাজতে শুরু করে। বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সরবরাহ।

স্থানীয় সূত্রের বরাতে এনডিটিভি জানায়, হামলার কারণে শহরে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মোবাইলফোন পরিষেবাও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের পাঠানো ভিডিও ফুটেজে আকাশে আলোর ঝলক দেখা গেছে।
জম্মু ছাড়াও প্রায় ৩০০ কিলোমিটার দূরের শহর কুপওয়ারা ও পাঞ্জাবের নিকটবর্তী পাঠানকোট শহরেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। সতর্কতা হিসেবে পাঞ্জাবের গুরুদাসপুরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে।