সিস্টিন চ্যাপেলে প্রথম ভাষণে যা বললেন পোপ লিও

কার্ডিনালদের উদ্দেশে প্রথম ভাষণ দিয়েছেন নবনির্বাচিত পোপ লিও। স্থানীয় সময় আজ শুক্রবার (৯ মে) ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলের ভেতরে ইংরেজিতে এ ভাষণ দেন তিনি। খবর বিবিসির।
পোপ লিও বলেন, ঈশ্বরের বিশেষ ইচ্ছায় এবং কার্ডিনালদের নির্বাচনের মাধ্যমে তিনি (পোপের) উত্তরসূরি হওয়ার আহ্বান পেয়েছেন। এই মহামূল্যবান দায়িত্ব তাকে অর্পণ করা হয়েছে, যাতে তিনি ঈশ্বরের সহায়তায় গির্জার কল্যাণে এর বিশ্বস্ত তত্ত্বাবধায়ক হতে পারেন।
কার্ডিনালদের উদ্দেশে পোপ বলেন, তারা তাকে চার্চের নেতৃত্ব দেওয়ার যে গুরুদায়িত্ব দিয়েছেন, তা পালনে তিনি সবার সহযোগিতা প্রত্যাশী। যিশুর বন্ধু ও বিশ্বাসীদের সম্প্রদায় হিসেবে কার্ডিনালদের ঐক্যবদ্ধভাবে সুসমাচার প্রচারের কাজ চালিয়ে যেতে হবে।
ভাষণে পোপ লিও সেইসব স্থানে আরও বেশি মনোযোগ দেওয়ার কথা বলেন, যেখানে ‘বিশ্বাসের অভাব’ রয়েছে। তিনি উল্লেখ করেন, আজও অনেক জায়গায় খ্রিষ্টান বিশ্বাসকে দুর্বল ও অযৌক্তিক মনে করা হয়।

এ ছাড়া পোপ লিও সেসব এলাকাকে বিশেষভাবে চিহ্নিত করেন, যেখানে ‘প্রযুক্তি, অর্থ, সাফল্য, ক্ষমতা বা আনন্দকে’ বেশি গুরুত্ব দেওয়া হয়। তিনি বলেন, এই ক্ষেত্রগুলোতে মিশনারি কার্যক্রমের প্রয়োজনীয়তা বেশি।