গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পোপ চতুর্দশ লিও’র

গাজা ভূখণ্ডে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছেন পোপ চতুর্দশ লিও। ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে রোববার (১১ মে) সমবেত জনতার উদ্দেশ্যে তার প্রথম বার্তায় তিনি এ আহ্বান জানান। খবর বিবিসির।
পোপ লিও তার বার্তায় গাজা ভূখণ্ডে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর এবং হামাসের হাতে বন্দী সব ইসরায়েলি জিম্মিদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানান। একই সঙ্গে, তিনি ইউক্রেনে একটি ‘স্থায়ী শান্তি’ প্রতিষ্ঠার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
এ সময় পোপ চতুর্দশ লিও বিশ্ব নেতৃবৃন্দের প্রতিও ‘আর যুদ্ধ না করার’ জোরালো আহ্বান জানিয়েছেন। তিনি তার ভাষণে বিশ্ব শান্তি ও সংঘাত নিরসনে তার ঐকান্তিক আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট বৃহস্পতিবার (৮ মে) ইতিহাস গড়ে দেশটির প্রথম পোপ নির্বাচিত হয়েছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা কার্ডিনালদের গোপন কনক্লেভের ভোটাভুটিতে তিনি ১৪০ কোটি ক্যাথলিক খ্রিস্টানদের আধ্যাত্মিক নেতা নির্বাচিত হন। পোপ নির্বাচিত হওয়ার পর নিজের জন্য ‘চতুর্দশ লিও’ নামটি গ্রহণ করেন।