‘এখনই যুদ্ধবিরতিতে’ সম্মত ভারত ও পাকিস্তান, দাবি ট্রাম্পের

প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তান ‘এখনই পূর্ণ যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (১০ মে) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প এ দাবি করেন। খবর বিবিসির।
ওই পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত আলোচনার পর আমি আনন্দের সাথে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেন, ‘কাণ্ডজ্ঞান ও অসাধারণ বুদ্ধিমত্তা খাটানোর জন্য উভয় দেশকে অভিনন্দন। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।’