বিরোধ নিষ্পত্তি করতে ভারতের সঙ্গে ‘মিশ্র সংলাপ’ চায় পাকিস্তান

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দেশটির সিনেটে দেওয়া এক বক্তব্যে বলেছেন, নয়াদিল্লির সঙ্গে সব বিতর্কিত বিষয় নিষ্পত্তি করার জন্য ‘মিশ্র সংলাপে’ বসতে চায় ইসলামাবাদ। আগামী রোববার (১৮ মে) পর্যন্ত প্রতিবেশী দুদেশের মধ্যে যুদ্ধবিরতি বজায় রাখার সিদ্ধান্তের পরপরই এ ধরনের মন্তব্য করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। খবর ডনের।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে জানা গেছে, যুদ্ধবিরতির সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই দেশের মধ্যে সামরিক পর্যায়ের যোগাযোগের মাধ্যমে। তবে বৈরী সম্পর্কের এই দুই প্রতিবেশী দেশের থেকে যাওয়া অনেক সমস্যা সমাধানে রাজনৈতিক সংলাপ আয়োজন অপরিহার্য হয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৫ মে) এ প্রসঙ্গে সিনেটকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্ববাসীকে বলেছি যে আমরা একটি মিশ্র সংলাপ আয়োজন করবো।’
ইসহাক দার বলেন, ২০১৯ সালে ভারত যখন কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের একতরফা সিদ্ধান্ত নেয় তখন থেকেই পাকিস্তান তা মেনে নেয়নি। পাশাপাশি তিনি সতর্ক করে দিয়ে বলেন, বেআইনি স্থগিতাদেশের মাধ্যমে ইন্দুস পানি চুক্তি থেকে পাকিস্তানের প্রাপ্য পানি আটকানোর যেকোনো ভারতীয় প্রচেষ্টা হবে যুদ্ধ ঘোষণার মতো কাজ। তিনি অভিযোগ করেন, ইন্দুস পানিচুক্তিকে ‘স্যাবোটাজ’ করার জন্যই ভারত পেহেলগাম ইস্যুকে ব্যবহার করেছে।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার তার অবস্থান তুলে ধরে বলেন, ভারতের সঙ্গে পাকিস্তানের উত্তেজনা কমাতে যে অস্ত্রবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি করতে বিশ্বনেতাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। তিনি আরও বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোন আলোচনার সময় তাকে জানানো হয় ভারত উত্তেজনা কমাতে ইচ্ছুক।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী উত্তেজনা কমাতে বন্ধুপ্রতীম দেশগুলোর আহ্বানের কথাও উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পাকিস্তান সম্মান ও মর্যাদার সঙ্গে শান্তি চায়-এই বিষয়টি তাদের কাছে ব্যাখ্যা করা হয়। আমাদের বন্ধু রাষ্ট্রগুলোকে বলা হয় যে, আমরা কোনো আক্রমণ পরিচালনা করবো না, তবে উসকানি দেওয়া হলে তার জবাব দেওয়া হবে।’ তিনি বলেন, পাকিস্তান আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান রেখে পরিমিত ও নিষ্পত্তিমূলক পথে তার সাড়া প্রদান করে।
ইসহাক দার অভিযোগ করে বলেন, ‘আমরা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পেহেলগাম ঘটনার আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব দিয়েছিলাম কিন্তু ভারত সে প্রস্তাব নাকচ করে দিয়েছে।’