ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীর হত্যাকাণ্ডে দুঃখ প্রকাশ ট্রাম্পের

ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীর হত্যাকাণ্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘মর্মাহত ও ক্ষুব্ধ’ বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ মে) প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। খবর বিবিসির।
এ সময় নিহত সারা লিন মিলগ্রিম ও ইয়ারন লিচিনস্কি নামের দুই দূতাবাস কর্মীকে ‘সুন্দর তরুণ যুগল’ হিসেবে বর্ণনা করে লিভিট।
প্রেস সেক্রেটারি নিহত ইয়ারন লিচিনস্কির বাবা ড্যানিয়েলের উদ্ধৃতি পড়ে শোনান। যেখানে ড্যানিয়েলে বলেন, ‘তারা একে অপরের প্রেমে মগ্ন ছিল। দূতাবাস আমাদের বলেছিল যে তারা দূতাবাসের তারকা দম্পতি ছিল। আমি এমন কিছু কখনো আশা করিনি। তার (ইয়ারন লিচিনস্কি) সামনে পুরো জীবন পড়ে ছিল।’
লিভিট জোর দিয়ে বলেন, ‘অ্যান্টিসেমিটিজম (ইহুদি বিদ্বেষ) অপশক্তিকে আমাদের সমাজ থেকে অবশ্যই নির্মূল করতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রে ঘৃণার কোনো স্থান নেই। অপরাধীকে যথাযথভাবে বিচারের আওতায় আনা হবে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের পোস্টে হোয়াইট হাউস জানায়, গুলিবর্ষণের ঘটনায় ‘গভীর দুঃখ প্রকাশ করেছেন’ ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছেন, বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও কথা বলেছেন।
এর আগে গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের বাইরে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী গুলিতে নিহত হন।