দুই মাসে ৬ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল কুয়েত

আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কুয়েত সরকার। চলতি বছরের মে ও জুন মাসে দেশটি ৬ হাজার ৩০০ জনেরও বেশি অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপোর্টেশন ও আটক বিভাগের তথ্য অনুযায়ী, কুয়েত কর্তৃপক্ষ প্রবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই বিতাড়ন অভিযান কুয়েতের আবাসিক ও শ্রম আইন কঠোরভাবে প্রয়োগের একটি চলমান প্রক্রিয়ার অংশ।
কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, যারা আইন লঙ্ঘন করে দেশে বসবাস বা কাজ করছেন, তাদের দ্রুত চিহ্নিত করে ফেরত পাঠানোর কাজ চলছে। বিতাড়িতদের অনেকেই বিভিন্ন অভ্যন্তরীণ খাত থেকে সরাসরি এই বিভাগে প্রেরিত হয়েছেন। আবার কিছু ক্ষেত্রে তাদের বিরুদ্ধে আদালতের রায়ও ছিল।
দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার পাশাপাশি, আটককৃত প্রবাসীরা যেন মানবিক যত্ন ও প্রয়োজনীয় সেবা পান, তা নিশ্চিত করতে বিভাগটি প্রতিশ্রুতিবদ্ধ। দেশের বিভিন্ন স্থানে ফিল্ড ইউনিটগুলো অবৈধভাবে বসবাসকারী বা কর্মরত অভিবাসীদের লক্ষ্য করে নিয়মিত নিরাপত্তা অভিযান পরিচালনা করছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে।

সাম্প্রতিক সময়ে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন প্রয়োগের ক্ষেত্রে আরও কঠোর হয়েছে। এই পদক্ষেপগুলো দেশটির শ্রমবাজার নিয়ন্ত্রণ এবং অভিবাসন আইন বহাল রাখার বৃহত্তর প্রচেষ্টার সাথে সামঞ্জস্যপূর্ণ।