রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে সুনামির আঘাত

প্রশান্ত মহাসাগরে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়ার উত্তর কুরিল দ্বীপপুঞ্জে বুধবার (৩০ জুলাই) ভোরে সুনামি আঘাত হেনেছে। ফলে উপকূলীয় সেভেরো-কুরিলস্ক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন আঞ্চলিক কর্মকর্তারা। খবর আরটির।
সাখালিন অঞ্চলের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানান, কামচাটকা উপদ্বীপের কাছে ভূমিকম্পের কিছুক্ষণ পরেই প্রথম ঢেউটি সেভেরো-কুরিলস্ক উপকূলে পৌঁছায়।
শহরটিতে প্রায় ২ হাজার ৫০০ জন বাসিন্দাকে উপকূল থেকে নিরাপদ উঁচু স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
গভর্নর লিমারেঙ্কো বলেন, "সুনামি সতর্কতা পুরোপুরি কেটে না যাওয়া পর্যন্ত বাসিন্দারা উঁচু এলাকায় নিরাপদে অবস্থান করবেন।" তিনি আরও জানান, জরুরি সেবা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় কাজ করছে এবং জননিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা পুনরুদ্ধারে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যম ও কর্মকর্তারা প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, পানি উপকূলে প্রবেশ করছে এবং বাসিন্দারা সাইরেনের শব্দে সাড়া দিয়ে উঁচু জায়গায় উঠে যাচ্ছেন।
তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সেভেরো-কুরিলস্কের আলায়েদ ফিশ প্রসেসিং প্লান্ট পানিতে নিমজ্জিত হয়েছে এবং কর্মীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে।

কামচাটকা উপদ্বীপের কাছে শক্তিশালী ভূমিকম্পের পর কুরিল দ্বীপপুঞ্জজুড়ে সুনামির সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন ইউঝনো-সাখালিনস্ক ভূমিকম্প কেন্দ্রের প্রধান এলেনা সেমেনোভা।
দ্বীপপুঞ্জের বিভিন্ন শহর ও গ্রামে উপকূলীয় এলাকা নজরদারির আওতায় রাখা হয়েছে এবং সুরক্ষামূলকভাবে সরিয়ে নেওয়ার কাজ অব্যাহত রয়েছে। জরুরি বিভাগগুলো সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।

এর আগে, রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপের উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্প পর রাশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানে সুনামি সতর্কতা জারি করা হয়।