যুক্তরাষ্ট্রে সেনা ক্যাম্পে হামলা, আহত ৫

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টুয়ার্ট সামরিক ঘাঁটিতে এক সেনা সদস্যের গুলিতে পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (৬ আগস্ট) সকালে এই হামলার ঘটনা ঘটে। আহত পাঁচ সেনা সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর সিএনএনের।
থার্ড ইনফ্যান্ট্রি ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস এক সংবাদ সম্মেলনে এই হামলার কথা নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার বেলা ১১টার দিকে দ্বিতীয় সাঁজোয়া ব্রিগেডের একটি প্রশিক্ষণ এলাকায় একজন কর্মরত সেনা সদস্য তার পাঁচ সহকর্মীকে গুলি করেন।
বন্দুক হামলাকারীর পরিচয় প্রকাশ করে জন লুবাস জানান, হামলাকারীর নাম কর্নেলিয়াস র্যাডফোর্ড (২৮)। তিনি ফ্লোরিডার জ্যাকসনভিলের বাসিন্দা। র্যাডফোর্ড দ্বিতীয় ব্রিগেডের একজন লজিস্টিক সার্জেন্ট হিসেবে কর্মরত। তিনি ২০১৮ সালে সেনাবাহিনীতে যোগ দেন।
কর্মকর্তারা জানান, র্যাডফোর্ডের বিরুদ্ধে এর আগে কোনো অস্বাভাবিক আচরণের অভিযোগ ছিল না। তবে গত মে মাসে মাতাল অবস্থায় গাড়ি চালানোর কারণে তাকে একবার গ্রেপ্তার করা হয়েছিল। ঘটনার পরপরই র্যাডফোর্ডকে তার সহকর্মীরা ধরে ফেলেন। এখন তিনি পুলিশি হেফাজতে আছেন।

ব্রিগেডিয়ার জেনারেল লুবাস বলেন, আহত পাঁচজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে তিনজনের অস্ত্রোপচার করা হয়েছে। সবার অবস্থা এখন স্থিতিশীল। তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। তবে কী কারণে র্যাডফোর্ড এই হামলা চালিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।