শিগগিরই বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন, স্থানও চূড়ান্ত

ইউক্রেন যুদ্ধ শেষ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব শিগগিরই বৈঠকে বসতে রাজি হয়েছেন। হোয়াইট হাউস জানিয়েছে, দুই দেশের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে নিয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা আছে। খবর বিবিসির।
ট্রাম্পের পক্ষ থেকে রাশিয়ার জন্য কঠোর নিষেধাজ্ঞার সময়সীমা এই শুক্রবার (৮ আগস্ট) শেষ হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেছেন, আমি এখানে যুদ্ধ শেষ করতে এসেছি।
পুতিনের এক সহযোগী জানিয়েছেন, বৈঠকের স্থান ঠিক করা হয়েছে, তবে বিস্তারিত পরে জানানো হবে। অন্যদিকে, জেলেনস্কি বৈঠকে যোগ দিতে রাজি হয়েছেন ও বলেছেন, তিনি রাশিয়ার পক্ষ থেকেও একই ধরনের সাহস আশা করেন।

এদিকে, রাশিয়া এখনো কিছু কঠোর শর্তে অনড়, যার মধ্যে ইউক্রেনকে ন্যাটোতে যোগ না দেওয়া ও অধিকৃত অঞ্চলগুলোকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার মতো বিষয় রয়েছে। এই শর্তগুলো ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা মানতে নারাজ।