গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলের মন্ত্রিসভা

ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত গাজা সিটি দখলে নেওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনা অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। আজ শুক্রবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করা হয়েছে। খবর এএফপির।
বিবৃতিতে বলা হয়েছে, হামাসকে পরাজিত করার এই পরিকল্পনার অধীনে ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি নেবে। একইসঙ্গে যুদ্ধ এলাকার বাহিরে থাকা সাধারণ মানুষের জন্য মানবিক সহায়তা বিতরণ করা হবে। মন্ত্রিসভা যুদ্ধ শেষ করার জন্য পাঁচটি মূলনীতিও গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে হামাসকে নিরস্ত্র করা, জীবিত ও মৃত সব বন্দিকে ফিরিয়ে আনা, গাজা উপত্যকাকে নিরস্ত্রীকরণ করা, সেখানে ইসরায়েলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ ছাড়া একটি নতুন বেসামরিক প্রশাসন গঠন করা।
এই পরিকল্পনাটি মন্ত্রিসভায় সংখ্যাগরিষ্ঠের ভোটে পাশ হয়েছে। এর আগে পেশ করা একটি বিকল্প পরিকল্পনা নাকচ করা হয়। তখন যুক্তি দেওয়া হয়েছিল, ওই পরিকল্পনা হামাসকে পরাজিত করতে বা বন্দিদের ফিরিয়ে আনতে পারবে না।

এর আগে গতকাল বৃহস্পতিবার নেতানিয়াহু বলেন, ইসরায়েল পুরো গাজার নিয়ন্ত্রণ নিতে চায়, কিন্তু সেখানে শাসন করতে চায় না। বরং এর দায়িত্ব একটি তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করা হবে। প্রায় দুই বছর ধরে চলা এই যুদ্ধের কারণে নেতানিয়াহু এখন দেশবিদেশে ব্যাপক চাপের মুখে রয়েছেন। গাজার ২০ লাখের বেশি মানুষ দুর্ভিক্ষের কবলে পড়েছে।