লস অ্যাঞ্জেলেসে দাবানল নিয়ন্ত্রণে, সতর্কতা জারি

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের কাছে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। দমকলকর্মীদের প্রচেষ্টায় আগুন ২৮ শতাংশ পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এর ফলে, কর্তৃপক্ষ হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ প্রত্যাহার করে নিয়েছে। তবে এখন সেখানে সতর্কতা জারি করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেসের উত্তরে একটি পাহাড়ি এলাকায় শুরু হওয়া এই দাবানল শুক্রবার (৮ আগস্ট) সকালের মধ্যে ৮ দশমিক ৪ বর্গমাইল (২১.৯ বর্গকিলোমিটার) এলাকা পুড়িয়ে ফেলেছে। আগুন নেভানোর সময় তিনজন দমকলকর্মী সামান্য আহত হলেও, তাদের অবস্থা গুরুতর নয়। লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে প্রায় চার হাজার ২০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়ার সতর্কতার আওতায় আনা হয়েছিল।
ভেনচুরা কাউন্টির কর্মকর্তারা জানিয়েছেন, অনুকূল আবহাওয়া ও অগ্নিনির্বাপক বিমান থেকে পানি এবং প্রতিরোধক স্প্রে করার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রায় ২৫০ জন দমকলকর্মী ও হেলিকপ্টার এই কাজে নিয়োজিত ছিল।
লস অ্যাঞ্জেলেসের সুপারভাইজার ক্যাথরিন বার্গার বাসিন্দাদের সতর্ক করে বলেছেন, অতিরিক্ত গরম ও কম আর্দ্রতার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তিনি বাসিন্দাদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

সাউথ কোয়ালিটি ম্যানেজমেন্ট ডিস্ট্রিক্ট লস অ্যাঞ্জেলেস কাউন্টির কিছু অংশের জন্য দাবানলের ধোঁয়ার বিষয়ে সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, এই ধোঁয়ার সূক্ষ্ম কণা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
এছাড়াও, সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ার লস প্যাড্রেস ন্যাশনাল ফরেস্টেও আরেকটি বড় দাবানল ছড়িয়ে পড়েছে, যা এই বছরের সবচেয়ে বড় দাবানল হিসেবে চিহ্নিত হয়েছে। সেখানেও প্রায় এক লাখ ১০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। উভয় দাবানলের কারণ এখনো তদন্ত করা হচ্ছে।