স্পেনে দাবানলে একজনের মৃত্যু, হাজারো মানুষ বাড়িছাড়া

ইউরোপে তীব্র তাপপ্রবাহের মধ্যে স্পেনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া দাবানলে একজন মারা গেছেন। এছাড়া হাজার হাজার মানুষ বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) দেশটির কর্মকর্তারা জানান, রাজধানী মাদ্রিদের কাছে ট্রেস ক্যান্টোস শহরে প্রচণ্ড বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ওই ব্যক্তি গুরুতরভাবে দগ্ধ হন ও পরে হাসপাতালে মারা যান। গত সপ্তাহে তাপপ্রবাহ শুরু হওয়ার পর থেকে এটি স্পেনে দাবানলে প্রথম মৃত্যুর ঘটনা।
মাদ্রিদের আঞ্চলিক পরিবেশ প্রধান কার্লোস নোভিলো জানান, ট্রেস ক্যান্টোসে ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার বেগে বাতাসের কারণে আগুন মাত্র ৪০ মিনিটের মধ্যে প্রায় ছয় কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে শত শত বাসিন্দাকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে মঙ্গলবার সকাল নাগাদ আঞ্চলিক কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে আসার খবর জানিয়েছেন।
অন্যদিকে, আন্দালুসিয়া অঞ্চলের জনপ্রিয় সৈকত তারিফার কাছেও দাবানল ছড়িয়ে পড়লে প্রায় দুই হাজার মানুষকে হোটেল ও বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়। আন্দালুসিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আন্তোনিও সানজ বলেন, আমরা শেষ মুহূর্তে আবাসিক এলাকাটি বাঁচাতে সক্ষম হয়েছি।
স্পেনের পাশাপাশি ইতালি, ফ্রান্স, পর্তুগাল ও বলকান অঞ্চলের বেশ কয়েকটি দেশেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এসব অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (১৩ আগস্ট) ইতালিতে হিটস্ট্রোকে এক শিশুর মৃত্যুর খবরও পাওয়া গেছে। স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ক্যাস্টিল ও লিওন অঞ্চলে ৩০টিরও বেশি দাবানলের খবর পাওয়া গেছে, যার মধ্যে একটি দাবানল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান লাস মেডুলাসকেও হুমকির মুখে ফেলেছে।