আলোচনার মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহবান নেপালের প্রেসিডেন্টের

নেপালের প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল চলমান 'জেন জি' আন্দোলনের শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রতিবাদী নাগরিকসহ সব পক্ষকে আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন। খবর দি হিমালয়ান টাইমসের।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রকাশিত এক সরকারি বিবৃতিতে প্রেসিডেন্ট পাউডেল উল্লেখ করেন যে, যেহেতু প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পদত্যাগ ইতোমধ্যে গৃহীত হয়েছে, তাই জাতি এখন আর কোনো রক্তপাত বা ক্ষতি ছাড়াই এই সংকট সমাধানের দিকে মনোযোগ দিতে পারে।
প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল বলেন, ‘আমি সব পক্ষকে শান্ত থাকার, আরও ক্ষতির হাত থেকে জাতিকে রক্ষা করার এবং আলোচনার টেবিলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। গণতান্ত্রিক উপায়ে নাগরিকদের উত্থাপিত দাবি-দাওয়াগুলো আলোচনা ও সমঝোতার মাধ্যমেই সমাধান করা সম্ভব।’
এই আবেদন এমন এক সময়ে এলো যখন কয়েক দিনের সহিংস বিক্ষোভের পর অন্তত ১৯ জন নিহত এবং শত শত লোক আহত হয়েছে। নিরাপত্তা বাহিনী ফেডারেল পার্লামেন্টের বাইরে প্রতিবাদকারীদের ওপর গুলি চালালে বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা পরে সংসদ ভবন এবং শীতল নিবাসে প্রেসিডেন্টের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলোতে হামলা চালায়।
এর আগে, নেপালি সেনাবাহিনীও জনসমক্ষে আবেদন জানিয়েছিল। আবেদনে তারা তারা নাগরিক, বিশেষ করে তরুণদেরকে এই অস্থিরতার সময়ে সংযম বজায় রাখতে এবং জাতির ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করতে অনুরোধ করেছিল।

প্রেসিডেন্ট ও সেনাবাহিনীর আবেদনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে আলাপ-আলোচনা ও সংযমের জন্য ক্রমবর্ধমান আহ্বানের ওপর জোর দেওয়া হয়। তবে জেন জি বিক্ষোভকারীরা নিয়মতান্ত্রিক সংস্কার এবং জবাবদিহিতার দাবি অব্যাহত রেখেছে।