মিয়ানমার জান্তার বোমা হামলায় ১৮ জন নিহত, আহত ২০

মিয়ানমারের আরাকান রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই হামলায় আরও ২০ জন আহত হয়েছেন। খবর আনাদুলুর।
সংবাদমাধ্যম ইরাবতী জানিয়েছে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াকতাও শহরের থায়াত তাবিন গ্রামের একটি বেসরকারি আবাসিক স্কুলে এই হামলা চালানো হয়।

২০২১ সালে জান্তা ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমার দীর্ঘস্থায়ী জাতিগত সশস্ত্র সংঘাতের সাক্ষী হয়ে আছে। এর মধ্যেই জান্তা সরকার এই বছরের ২৮ ডিসেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে।