লন্ডনে টমি রবিনসনের র্যালিতে সহিংসতা : ২৬ পুলিশ আহত, গ্রেপ্তার ২৫

লন্ডনের কেন্দ্রস্থলে কট্টর ডানপন্থী কর্মী টমি রবিনসনের আয়োজিত র্যালিতে সহিংসতায় অন্তত ২৬ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। পুলিশের বরাতে জানা গেছে, আহতদের মধ্যে চারজন গুরুতর অবস্থায় আছেন।
স্থানীয় সময় শনিবার (১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত “ইউনাইট দ্য কিংডম” শীর্ষক র্যালিতে প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষ অংশ নেন। একই সময়ে "স্ট্যান্ড আপ টু রেসিজম" নামে পাল্টা বিক্ষোভে অংশ নেন আরও প্রায় ৫ হাজার মানুষ।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বিক্ষোভ নিয়ন্ত্রণে রাখতে প্রায় ১ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়, পাশাপাশি অন্য প্রদেশ থেকে আরও ৫০০ পুলিশ আনা হয়। তবে বিক্ষোভকারীদের অনেকেই বোতল, ইটপাটকেল ছোড়েন এবং পুলিশের ওপর হামলা চালান।
সহিংসতার ঘটনায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের সহকারী কমিশনার ম্যাট টুইস্ট বলেন, “অনেকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদে অংশ নিলেও অনেকেই আগে থেকেই সহিংসতার উদ্দেশ্যে এসেছিলেন।”
তিনি জানান, আহত কর্মকর্তাদের মধ্যে কারও দাঁত ভেঙে গেছে, কারও মাথায় আঘাত, আবার কারও মেরুদণ্ডে গুরুতর সমস্যা হয়েছে।

সমাবেশে টমি রবিনসনের পাশাপাশি ভিডিও লিংকে বক্তব্য দেন টেক বিলিয়নিয়ার ইলন মাস্ক। তিনি “অযাচিত অভিবাসন” নিয়ে ক্ষোভ প্রকাশ করে যুক্তরাজ্যে সরকার পরিবর্তনের আহ্বান জানান।
এ ছাড়া টিভি উপস্থাপক কেটি হপকিন্সও সমাবেশে বক্তব্য দেন। অপরদিকে পাল্টা বিক্ষোভে এমপি ডায়ান অ্যাবট বলেন, “আমরা আগেও বর্ণবাদ ও সহিংসতাকে পরাজিত করেছি, এবারও পারব।”
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, জনসমাগম অনুমানের চেয়ে অনেক বেশি হওয়ায় হোয়াইটহল ও পার্লামেন্ট স্কয়ারের চারপাশে বিশৃঙ্খলা তৈরি হয়। পুলিশকে বাধা দিলে কর্মকর্তারা ঘোড়া ও কুকুর ব্যবহার করে বিক্ষোভকারীদের প্রতিহত করেন।

৪২ বছর বয়সী রবিনসন এ বছরের শুরুর দিকে কারাগার থেকে মুক্তি পান। এর আগে তিনি এক সিরীয় শরণার্থী সম্পর্কে মিথ্যা প্রচারের কারণে মানহানির মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ড ভোগ করেন।