লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপকে নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ, গ্রেপ্তার ৪২৫

যুক্তরাজ্যের লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপকে নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ থেকে ৪২৫ জনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ।
গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্ট স্কয়ারের সামনে কয়েকশ মানুষ জড়ো হয়ে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে থাকে। এ সময় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। আন্দোলনকারীরা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান। প্ল্যাকার্ডে লেখা ছিল, আমি গণহত্যার বিরুদ্ধে, আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি।
পুলিশ বলছে, নিষিদ্ধ সংগঠনকে সমর্থনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ সদস্যদের ওপর হামলার কারণে অন্তত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, ব্রিটিশ সরকার গত জুলাই মাসে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ ঘোষণা করে। এর ফলে সংগঠনটির সদস্য হওয়া বা সমর্থন করা এখন একটি অপরাধ, যার শাস্তি সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড।
সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে সমালোচকরা বলছেন, এটি বাকস্বাধীনতা ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার লঙ্ঘন করে। তাদের মতে, এই নিষেধাজ্ঞা গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ দমনের একটি কৌশল।
এর আগেও যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে বিক্ষোভ থেকে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউকে-ও এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি বলেছে, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের এভাবে গ্রেপ্তার করা মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রক্ষার জন্য যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাধ্যবাধকতার লঙ্ঘন।