ট্রাম্প জানালেন জন্মদিনের শুভেচ্ছা, মোদি দিলেন সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুভেচ্ছা গ্রহণ করে মোদি ভারত-আমেরিকা সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এবং ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে ওয়াশিংটনের প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছেন। খবর এনডিটিভির।
এক্সে দেওয়া বার্তায় মোদি লিখেছেন, “আপনার মতো আমিও ভারত-যুক্তরাষ্ট্রের সমন্বিত ও বৈশ্বিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে আপনার উদ্যোগকে আমরা সমর্থন করি।”
এর জবাবে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, “আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দারুণ ফোনালাপ হয়েছে। আমি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। তিনি অসাধারণ কাজ করছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় ভারতের সমর্থনের জন্য ধন্যবাদ, নরেন্দ্র।”
মোদির এই প্রতিক্রিয়া এসেছে এমন সময়ে যখন যুক্তরাষ্ট্র ভারতীয় আমদানির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এর মধ্যে দিল্লির রাশিয়ান তেল ক্রয়ের ওপর ২৫ শতাংশ শুল্কও রয়েছে, যা বিশ্বের যেকোনো দেশের জন্য আরোপিত সর্বোচ্চ হারগুলির একটি। এর আগে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ভারত যদি মার্কিন ভুট্টা না কেনে তবে তারা মার্কিন বাজারে প্রবেশাধিকার হারাতে পারে।
এ অবস্থায় মঙ্গলবার দুই দেশ আবারও দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা শুরু করে। ওয়াশিংটন এটিকে “ইতিবাচক” বলে আখ্যা দিয়েছে। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে আলোচনার পুনরায় শুরু দুই পক্ষের সম্পর্ক উন্নত করার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে দুই দেশের শীর্ষ বৈঠকে ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ বাড়িয়ে ৫০০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। ভারত-যুক্তরাষ্ট্রের সমন্বিত বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বে প্রতিরক্ষা, বাণিজ্য, জ্বালানি ও প্রযুক্তি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।