ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াকে স্বাগত জানাল হামাস

ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াকে স্বাগত জানিয়েছে হামাস। হামাসের রাজনৈতিক কার্যালয়ের জ্যেষ্ঠ সদস্য বাসেম নাইম সিএনএন-কে বলেছেন, এটি একটি ‘স্বাগত পদক্ষেপ’।
রোববার (২১ সেপ্টেম্বর) সিএনএন-কে হামাসের এই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, জেরুজালেমে রাজধানী ও আত্মনিয়ন্ত্রণের অধিকারসহ সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের বৈধ অধিকারকে শক্তিশালী করার যে কোনো পদক্ষেপই একটি স্বাগত পদক্ষেপ।
তবে এই কর্মকর্তা আরও বলেন, এই স্বীকৃতি শুধু প্রতীকী হলে হবে না, বরং ‘ফিলিস্তিনি রাজনৈতিক সত্তাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যানকারী ইহুদিবাদী পরিকল্পনাগুলোকে ব্যর্থ করার জন্য’ বাস্তব পদক্ষেপ নিতে হবে।

হামাসের এই কর্মকর্তা জোর দিয়ে বলেন, এখন সর্বোচ্চ অগ্রাধিকার হলো গাজা উপত্যকায় গণহত্যা ও জাতিগত নির্মূল বন্ধ করা এবং ভূখণ্ডে মানবিক অবরোধের অবসান ঘটানো।
প্রসঙ্গত, এই ঘোষণার তীব্র বিরোধিতা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ‘কোনো ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না’। এই স্বীকৃতিকে তিনি ‘সন্ত্রাসকে বিরাট পুরস্কার’ হিসেবে অভিহিত করেন।