অস্ত্র, মাদকসহ কিশোর গ্যাংয়ের ১৪ সদস্য আটক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/11/08/khula-ran-pic.jpg)
খুলনায় নগরীর পুরাতন রেল স্টেশন, ফেরিঘাট, মাছঘাট ও নিরালা আবাসিক এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ এক কিশোরী ও ১৩ কিশোরকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬। আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব।
খুলনা লবণচরায় র্যাব-৬ কার্যালয়ে সংবাদ সম্মেলনে র্যাব ৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুসতাক আহমেদ জানান, আটককৃত কিশোরদের কাছ থেকে ইয়াবা, গাঁজাভরা সিগারেট, গাম (নেশা জাতীয়) সেবনের সামগ্রীসহ চাকু জব্দ করা হয়েছে।
র্যাব কর্মকর্তা মুসতাক আহমেদ দাবি করেন, এই কিশোর গ্যাং সদস্যরা তাদের কাছে স্বীকার করেছে, তারা নগরীতে খুন, ধর্ষণ, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে। তারা ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন মাদক কেনাবেচার সঙ্গে জড়িয়ে পড়েছে। তারা নিজেরাও মাদক সেবন করে।
মুসতাক আহমেদ আরও জানান, কিশোরীসহ এই ১৩ কিশোরকে সমাজসেবা অধিদপ্তরের সংশোধন কেন্দ্রে পাঠানো হবে।