আওয়ামী প্যানেলের জয়, বিএনপি-জামায়াতপন্থীদের মধ্যে হাতাহাতি

খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন ২০২০-এর ফলাফলে আওয়ামী লীগপন্থী প্যানেল জয়ী হয়েছে। নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদকসহ ১০টি পদ পেয়েছে আওয়ামী আইনজীবী পরিষদ। সহসভাপতি ও সদস্য পদে বিএনপি-জামায়াত সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের চারজন জয়ী হয়েছেন।
নির্বাচনে এবারও আওয়ামী আইনজীবী পরিষদ ও বিএনপিপন্থী সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে দুটি প্যানেলে ১৪টি পদের বিপরীতে মোট ২৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সমিতির এক হাজার ৩৯১ জনের মধ্যে এক হাজার ২৫৬ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্যানেলের সভাপতি প্রার্থী খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ৬৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াত সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ পেয়েছেন ৫৫৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে আওয়ামী আইনজীবী পরিষদের কে এম ইকবাল হোসেন ৬২৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের মোল্লা মশিয়ুর রহমান (নান্নু) পেয়েছেন ৬১৪ ভোট।
সহসভাপতি পদে জয়ী হয়েছেন সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত মো. মোশারফ হোসেন ও মো. আওছাফুর রহমান। এ ছাড়া যুগ্ম সম্পাদক পদে আওয়ামী আইনজীবী পরিষদের এ কে এম আবু নিক্সন, গ্রন্থাগার সম্পাদক পদে শেখ আশরাফ আলী (পাপ্পু), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আনোয়ারা মমতাজ (আন্না) নির্বাচিত হয়েছেন।

সাতটি সদস্যপদে জয়ী হয়েছেন আওয়ামী আইনজীবী পরিষদের মো. আইউব হোসেন, শেখ আবু বক্কার সিদ্দিক (নাঈম), শাম্মি আকতার, উল্লাস কর বৈরাগী ও আলমগীর বিশ্বাস এবং সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত আসাদ আলী সরকার ও রুবাইয়া মাহরু।
ভোট গণনা শেষে গতকাল রোববার দিবাগত রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।
এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির মধ্যম ভবনের দ্বিতীয় তলায় এ নির্বাচনের ভোট গ্রহণ চলে। এ সময় আওয়ামী আইনজীবীদের প্যান্ডেলে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান, শেখ পরিবারের সদস্য শেখ রুবেলসহ অন্যান্য আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
অপর দিকে বিএনপি-জামায়াত সমর্থিত প্যান্ডেলে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুজ্জামান মনিসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
ভোট গণনাকালে সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ প্যান্ডেলে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতি হয়। এতে বিএনপিপন্থী আইনজীবী খুলনা বারের সাবেক সভাপতি এস আর ফারুক মাথায় আঘাত পান। জামায়াত সমর্থিত ভোটাররা সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদকে ভোট দেননি এমন অভিযোগে এই হাতাহাতি হয়। এই প্যানেলে বিজয়ী চার সদস্যের মধ্যে জামায়াত সমর্থিত দুজন জিতেছেন।
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন আ ফ ম মহসীন। অপর দুজন সদস্য হলেন মো. লিয়াকত আলী মোল্লা ও আক্তার জাহান রুকু।
২০১৯ সালের খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপিপন্থী সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল জয়ী হয়েছিল। সে নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদকসহ ১১টি পদ পেয়েছিল প্যানেলটি।