‘ইভিএম নিয়ে অহেতুক বিতর্কে জড়াতে চাই না’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) নিয়ে অহেতুক বিতর্কে জড়াতে চাই না। নির্বাচন কমিশন ইভিএম নিয়ে যে সিদ্ধান্তই নেবে এটা আওয়ামী লীগ মেনে নেবে।’
আজ মঙ্গলবার নোয়াখালীর কবিরহাটে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এর আগে পৌর মিলনায়তনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। উপজেলা আওয়ামী লীগ শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয়।
এর আগে কোম্পানীগঞ্জ জিরো পয়েন্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানমালা উদ্বোধন করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘ইভিএম থাকলেও আমরা নির্বাচন করব, না থাকলেও আমরা নির্বাচনে অংশ নেব। এটা নিয়ে অহেতুক আমরা বিতর্কে জড়াতে চাই না।’
কবিরহাট পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আরম সেলিম, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান ও চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল।