ঈদের ছুটিতে বাড়ির পথে উপচে পড়া ভিড়
ঈদের ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে পা বাড়িয়েছে মানুষ। রাজধানী ছাড়তে তাই সব রুটেই দেখা গেছে উপচে পড়া ভিড়। এসব রুটে যানবাহনে রয়েছে ধীরগতি।
গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ও মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরি ঘাট, গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢিমেতালে চলছে যান। আর, নতুন একটি সেতুর এক্সপানশন জয়েন্টে সমস্যায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে সৃষ্টি হয়েছে ১৫ কিলোমিটার যানজট। তবে, পাটুরিয়ায় আজ শুক্রবার আগের তুলনায় কম ভোগান্তিতে পদ্মা পাড়ি দিচ্ছেন যাত্রীরা।
এদিকে, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার রাস্তাঘাটের অবস্থা ভালো।’ রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
এনটিভি অনলাইনের মানিকগঞ্জ প্রতিনিধি আহমেদ সাব্বির সোহেল জানান, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আজ দূরপাল্লার যাত্রীবাহী বাসের তেমন চাপ নেই। ঘাটে বেড়েছে প্রাইভেট কার, মাইকোবাস ও মোটরবাইকের সংখ্যা। অন্য যেকোনো দিনের তুলনায় আজ ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত এক প্রকার ভোগান্তি ছাড়াই নদী পাড় হতে দেখা গেছে যানবাহন ও অন্যান্য যাত্রীদের।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল এনটিভি অনলাইনকে বলেন, ‘যাত্রী ও যানবাহন পারাপারের জন্য আজ পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ছোট, বড় মোট ২১টি ফেরি চলাচল করছে। এ পাড়ের পাঁচটি ঘাট সচল থাকায় যাত্রীদের কোনো ভোগান্তি পোহাতে হবে না।’
বিআইডব্লিউটিসি’র এই কর্মকর্তা জানান, ঘাটে যাত্রীবাহী যানবাহনের চাপ কম থাকায় বাসের পাশাপাশি অপেক্ষমান মালবাহী ট্রাকও পাড় করা হচ্ছে।
আমাদের গাজীপুর প্রতিনিধি নাসির আহমেদ জানান, জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে যানবাহনের চাপ ও ঘরমুখো মানুষের উপস্থিতি বেড়েছে। তবে অন্যবারের মতো একই স্থানে ঘণ্টার পর ঘণ্টা পরিবহণকে থেমে থাকতে দেখা যায়নি। যানবাহন চলছে ধীরগতিতে। সে ক্ষেত্রে দ্রুত চলাচল নিশ্চিত করতে কাজ করছে হাইওয়ে পুলিশ।
চালক ও যাত্রীরা বলেছেন, বিআরটির চলমান প্রকল্পের আওতায় টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবস্থা আগের তুলনায় ভাল। যদিও যত্রতত্র ঝুঁকিপূর্ণ ইউটার্ন, ওভারটেকিং প্রবণতা থাকায় মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।
চালকরা দুপুরের পর যানজটের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন।
গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিহ মহাসড়কে যানজট বাদেই সবাই যেন ঈদ করতে বাড়ি যেতে পারেন, সে জন্য মহানগর পুলিশ, হাইওয়ে পুলিশ, জেলা ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশ তৎপর রয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী যানবাহনকে দুই লেনে চলতে দেওয়া হচ্ছ।
অপরদিকে, ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও স্বাভাবিক রয়েছে গাড়ির গতি। তবে চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানবাহনের চাপ রয়েছে।
এদিকে এনটিভি অনলাইনে সিরাজগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না জানান, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের গোলচত্বর থেকে নলকা পর্যন্ত সৃষ্টি হয়েছে ১৫ কিলোমিটারের যানজট। চান্দাইকোনায় সম্প্রতি চালু হওয়া একটি সেতুর এক্সপানশন জয়েন্টে সমস্যা হওয়ায় সড়কের ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে, খুব দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা।
মুন্সীগঞ্জ প্রতিনিধি মঈনউদ্দিন সুমন জানিয়েছেন, আজ শুক্রবার ঘাটে একটি সেতু বাড়ানো হয়েছে। বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন জানান, ফেরিঘাটে যানবাহনের পাশাপাশি মানুষের সংখ্যাও বেড়েছে। তাঁরা ফেরির জন্য অপেক্ষা না করে লঞ্চ ও স্পিডবোটে নদী পার হচ্ছেন। ভোর থেকে ১৫৫টি স্পিডবোট ও ৮৭টি লঞ্চ চলাচল করছে।
ফলে দুর্ভোগ কমতে শুরু করেছে এ ঘাটে। আজ পরিবহণে, কেউ বা ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, মোটরবাইকে করে ঘরে ফিরছেন মানুষ।