ফুটবলের টানে বৃষ্টিভেজা মাঠে নারী-পুরুষের ঢল

ফুটবল নিয়ে ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করছেন খেলোয়াড়রা। গোলের জন্য চলছে আক্রমণ-পাল্টা আক্রমণ। বৃষ্টিভেজা ও কর্দমাক্ত মাঠে পিচ্ছিলের কারণে কেউ কেউ পড়ে যাচ্ছেন, কিন্তু তাতে উৎসাহের কমতি নেই। মাঠের বাইরে শত শত নানা বয়সী নারী-পুরুষ দর্শক করতালি দিয়ে তাদের উৎসাহ দিচ্ছেন।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এমন চিত্র দেখা গেছে।
ওসমানপুর অভিজাত যুব সংঘ এই মাঠে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের’ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। যুবদল নেতা জুবায়ের রহমান জ্যাকির পরিচালনায় এই খেলার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মো. মঈনউদ্দিন।
আয়োজকরা জানান, স্মার্টফোনের অপব্যবহার কমানো এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এমন খেলার আয়োজন করা হয়েছে। ফাইনাল খেলায় পদ্মা ফুটবল একাদশকে টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মেঘনা ফুটবল একাদশ। খেলা দেখতে মাঠে উৎসবের আমেজ তৈরি হয়। দূরদূরান্ত থেকে হাজারো দর্শক ভিড় করেন।
খেলা দেখতে আসা ওসমানপুর গ্রামের প্রবীণ কুতুব উদ্দিন বলেন, আগে বিকেল হলেই মাঠে ছেলেপেলেরা খেলাধুলা করত, উৎসব লেগে থাকত। আর এখনকার ছেলেপেলেরা মোবাইল নিয়েই ব্যস্ত থাকে।
আলী হোসেন নামের এক কৃষক বলেন, খেলা বেশ ভালোই লাগছে। তবে আগের মতো মজা নেই। খেলাধুলা কমে যাওয়ায় এখন যুবক ও তরুণরা মাদকে জড়িয়ে পড়ছে।
ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিয়মিত খেলাধুলা আয়োজনের মাধ্যমে যুবসমাজকে মাঠে ফেরাতে হবে। তাহলেই সুস্থ ও সুন্দর সমাজ গঠন করা সম্ভব হবে।
উদ্বোধনকালে কেন্দ্রীয় কৃষকদলের সদস্য হাফেজ মঈনউদ্দিন বলেন, খেলাধুলা শরীর ও মনকে সতেজ ও সুস্থ রাখে। খেলাধুলা না থাকায় যুবসমাজ মোবাইলে আসক্ত হচ্ছে এবং মাদক ও নানা অপরাধে জড়িয়ে পড়ছে। সুস্থ ও অপরাধমুক্ত সমাজ গঠনে তরুণদের বিকেলে খেলার মাঠে পাঠাতে হবে।